‘এ ওকে বিষ দিচ্ছে, ও ওকে বিষ দিচ্ছে’ বাংলা সিরিয়াল নিয়ে ক্ষোভ মুখ্যমন্ত্রীর

0

এন্টারটেইনমেন্ট ডেস্ক: উত্তম স্মরণ অনুষ্ঠান। যে অনুষ্ঠানে ২০১২ সাল থেকেই শিল্পী-কলাকুশলীদের মহানায়ক সম্মান জানিয়ে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যার। অনুষ্ঠান ঘিরে ধনধান্য অডিটোরিয়ামে যখন শিল্পীদের চাঁদের হাট, সেই হাটেই যেন হাঁড়ি ভাঙলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সবার সামনে ক্ষোভপ্রকাশ করলেন বাংলা সিরিয়ালের মান নিয়ে। তিনি বলেন, ‘এখন দেখি সিরিয়ালগুলো এ ওকে বিষ দিচ্ছে, ও ওকে বিষ দিচ্ছে। আর একটা পরিবারে তিনজন ঝগড়া করছে। একটা রিয়েল ক্যারেক্টার তো দুটো ঝগরুটে ক্যারেক্টার। আর আজেবাজে জিনিসগুলো শেখাচ্ছে। এতে কিন্তু সমাজে বাচ্চারা ভুল করেছে। অনেকে আত্মহননের পথ বেছে নিচ্ছে।’

এরপরই সিরিয়াল নির্মাতাদের উদ্দেশ্যে জানান, এটা লীনাদিদের (লীনা গঙ্গোপাধ্যায়) হাতে নেই। যাঁরা মালিক, তাঁদের হাতে আছে। দয়া করে খারাপ কিছু শেখাতে যাবেন না। তিনি পরিষ্কার বলেন,  ‘আমি সমস্ত টিভি সিরিয়ালের মালিকদের বলব, এটা যারা মালিক তাঁদের হাতে আছে। দয়া করে খারাপ কিছু শেখাতে যাবেন না। আর সিরিয়াল বাড়াতে হবে বলে রোজ গুন্ডামি। বাড়ান ভালো জিনিস দিয়ে, কত ইনোভেটিভ ভালো জিনিস আছে। তা না করে কী করবে, ও ওকে গুলি করছে, ও ওকে বন্দুক ধরছে। আমি যখনই দেখি বন্ধ করে দিই। অন্যরা কী করে জানিনা। সারাদিন আমরা কাজে-কর্মে ব্যস্ত থাকি। আমরা কী টেনশন করব। ওটা টেনশনের জিনিস না, রিল্যাক্সেশনের জিনিস।’ মুখ্যমন্ত্রীর পরামর্শ, ‘হাসি-খুশি মজা সামাজিক গল্প তৈরি করুন। যে গল্প আমাদের সংস্কৃতিকে ভালোবাসে। যে গল্প মানুষের বিবেক জাগ্রত করে। সব সিরিয়ালে আমি দেখব বাংলা গানা আর কোথায়। এরা ভাবে কিছু ঝিকজ্যাক ধুমধাম দিয়ে দিলেই হয়ে গেল। আরে বাজান না সমস্যা নেই। কিন্তু টলিউডে বাংলা গানটা তো একটু বেশি করে দেবেন। এটা সবাইকেই ভাবতে হবে।’

পাশাপাশি বাংলা ভাষা নিয়েও এই মঞ্চে সরব হন তিনি। বলেন, ‘আজ বাংলা ভাষায় কথা বললেও শাস্তি পেতে হচ্ছে। তাদের জেলে ভরা হচ্ছে, এটা আমরা বরদাস্ত করব না। ৩০ কোটি মানুষ বাংলা বলেন। আমাদের নতুন ভাষা আন্দোলন গড়তে হবে।’

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *