সুপার কাপে গোয়ার কাছে হেরে বিদায় বাস্তবের মোহনবাগানের
স্পোর্টস ডেস্ক: কেরালার বিরুদ্ধে লড়াই আশা জাগিয়েছিল। গোয়ার বিরুদ্ধে ভুল সেই আশায় জল ঢালল। ত্রিমুকুট জয় অধরা থাকল মোহনবাগানের। সুপার কাপের সেমিফাইনালে এফসি গোয়ার কাছে ১-৩ গোলে হেরে ছিটকে গেল বাস্তব রায়ের মোহনবাগান। ম্যাচ হাতছাড়া হয় মূলত ধীরজের ভুলের কারণেই। বলতে গেলে, তিনের মধ্যে দুটো গোলই বাগান কিপারের ভুলে। তাতেই স্বপ্নভঙ্গ হয় সবুজ মেরুনের।
ম্যাচের ১৮ মিনিটে প্রথম গোল হজম করে মোহনবাগান। গোল করেন ব্রিসন ফার্নান্দেজ। যদিও দু’মিনিট পরেই মোহনবাগানকে সমতায় ফেরান সুহেল ভাট। প্রথমার্ধের শেষে স্কোরলাইন ১-১ ছিল। প্রথমার্ধে মোহনবাগানের দাপট থাকলেও, দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণ শানায় এফসি গোয়া। ৫০ মিনিটে গোয়ার এক ফুটবলারকে বক্সে ফাউল করেন বাগান গোলরক্ষক ধীরজ সিং। পেনাল্টি পায় গোয়া। গোল করতে ভুল করেননি ইগের গুয়ারেক্সেনা। ৫৮ মিনিটে কর্নার থেকে বল সরাসরি গোলে ঢুকিয়ে দিয়ে গোয়াকে ৩-১ গোলে এগিয়ে দেন বোরহা ফার্নান্দেজ। জোড়া গোলে পিছিয়ে পড়ে বাস্তব রায়ের দল। দু’গোলে পিছিয়ে পড়ার পর তরুণ, অনভিজ্ঞ দলের ম্যাচে ফেরার সম্ভাবনা ফিকে হয়ে যায়।
প্রথমার্ধে যে লড়াইটা করে আশিক, সালাহরা, দ্বিতীয়ার্ধে সেটা পারেনি। সুপার কাপে দ্বিতীয় সারির দল নামিয়ে ছিল মোহনবাগান এসজি। বাস্তব রায়ের কোচিংয়ে একঝাক তরুণ ফুটবলারকে নিয়ে সুপার কাপে খেলতে নেমেছিল মোহনবাগান এসজি। কোয়ার্টার ফাইনালে কেরল ব্লাস্টার্সকে হারিয়ে দিয়ে আশাও জাগিয়েছিল। কিন্তু সেমিফাইনালে শক্ত প্রতিপক্ষ এফসি গোয়ার বিরুদ্ধে জয় অধরাই থাকল মোহনবাগানের তরুণ ব্রিগেডের। এর ফলে চলতি মরশুমে ত্রি মুকুট জয়ের স্বপ্ন বিলীন হয়ে গেল মোহনবাগানের। শেষ হল মোহনবাগানের এবারের মরশুমও।