টি২০ বিশ্বকাপের আগে চোট নিয়ে চিন্তা বাড়ছে ভারতীয় শিবিরে, ডাকা হল ২ তারকাকে
সামনেই টি২০ বিশ্বকাপ। তার আগে চোট নিয়ে যেন চিন্তা বাড়ছে ভারতীয় শিবিরে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজেই দলে থাকা দুই ক্রিকেটার ছিটকে গেলেন চোটের কারণেই। প্রথম ম্যাচেই খেলতে পারেননি ঋষভ পন্থ। আর প্রথম ম্যাচ খেলার পর সিরিজের বাকি ম্যাচে নেই ওয়াশিংটন সুন্দর। এরই পাশাপাশি আবার তিলক বর্মাও অসুস্থ।তড়িঘড়ি সুন্দরের পরিবর্ত হিসেবে নেওয়া হয়েছে লখনউ সুপার জায়ান্টসে খেলা আয়ুষ বাদোনিকে।
অন্যদিকে, আগেই ঋষভ পন্থের পরিবর্তে দলে নেওয়া হয়েছে ধ্রুব জুরেলকে।ওয়াশিংটন সুন্দর অফ-স্পিনার হিসেবে দলে যে ভূমিকা পালন করতেন, বাদোনিও সেই দায়িত্ব সামলাতে পারবেন বলে সুযোগ দেওয়া হয়েছে। এই প্রথমবার ভারতীয় দলে ডাক পেয়েছেন আয়ুষ। ফার্স্ট ক্লাস ম্যাচ, লিস্ট এ ম্যাচ ও আইপিএলে ভাল পারফর্মের জন্যই দলে ডাক পেয়েছেন গৌতম গম্ভীরের প্রিয় ছাত্র।মিডল অর্ডারে ব্যাটিংয়ের পাশাপাশি তিনি দুর্দান্ত অফ স্পিনারও তিনি।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওডিআই ম্যাচে বোলিং করার সময় বাঁ দিকের পাঁজরে প্রচণ্ড যন্ত্রণা ও অস্বস্তি বোধ করেন ওয়াশিংটন সুন্দর। আট নম্বরে ব্যাটিং করতে নেমে সাত বল খেলে সাত রান করে অপরাজিত থাকেন এই অলরাউন্ডার। তখনও বোঝা যায়নি তাঁর চোট গুরুতর। ঠিক মতো দৌড়তেও পারেননি। তাঁর চোটের জায়গায় আরও স্ক্যান করানো হবে। তারপর বিসিসিআই মেডিক্যাল টিম বিশেষজ্ঞদের মতামত নেবে। ওয়াশিংটন ওডিআই সিরিজের বাকি দুই ম্যাচ থেকে ছিটকে গিয়েছেন।ম্যাচ শেষে রাহুল বলেন, ‘ওয়াশিংটন যে দৌড়াতে পারছিল না, সেটা আমার জানা ছিল না। আমি জানতাম প্রথম ইনিংসে ওর সামান্য চোট লেগেছিল, কিন্তু চোটের গভীরতা কতটা তা বুঝতে পারিনি। তবে ও খুব ভালো ব্যাটিং করছিল। ও যখন উইকেটে এল, আমরা তখন প্রায় প্রতি বলে রান নেওয়ার মতো অবস্থায় ছিলাম, তাই অযথা ঝুঁকি নেওয়ার কোনো প্রয়োজন ছিল না। ওর ওপর খুব বেশি চাপও ছিল না। ও ঠিকঠাক স্ট্রাইক রোটেট করেছে ও নিজের দায়িত্ব পালন করেছে।’ অন্যদিকে নেটে ব্যাটিং অনুশীলনের সময় ডানদিকের পাঁজরের কাছে বল লেগে এই সিরিজ থেকে ছিটকে যান উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থও।
