‘তব্বুকে চুমু খাওয়ার সুযোগ কেউ ছাড়ে?’ সমকামী প্রেম নিয়ে ‘অকপট’ বাংলাদেশি নায়িকা বাঁধন
এন্টারটেইনমেন্ট ডেস্ক: ২০২৩ সালের আলোচিত ছবি ‘খুফিয়া’। সেখানেই তব্বুর সঙ্গে একটি চুম্বনদৃশ্যে নজর কেড়েছিলেন বাংলাদেশের অভিনেত্রী আজমেরি হক বাঁধন। দু’বছর পর সেই ছবিরই স্মৃতি ফেরালেন নায়িকা। ছবির পরিচালক বিশাল ভরদ্বাজের সঙ্গে একটি ছোট্ট কথোপকথনের তুলে ধরেন বাঁধন। জানান, সেই সময়ে নাকি বাংলাদেশের কোনও অভিনেত্রীই রাজি হচ্ছিলেন না ছবিতে অভিনয়ের জন্য। কিন্তু বাঁধনের কথায়, ‘তব্বুকে চুমু খাওয়ার সুযোগ কেউ ছাড়ে?’
সমাজমাধ্যমে সহজ স্বীকারোক্তি রাখেন অভিনেত্রী। ছবির সময়ে পরিচালক প্রশ্ন করেছিলেন, “আজমেরি, এই ছবির প্রস্তাব সকলে ফিরিয়ে দিয়েছে। তুমি এই ছবিতে কাজ করতে রাজি হলে কেন?” উত্তরে বাঁধন বলেছিলেন, “তব্বুকে চুম্বন করার সুযোগ কে ছাড়বে?”
উত্তর শুনে হেসে উঠেছিলেন পরিচালকও। এই উত্তর ছিল রসিকতার ছলে। অভিনেত্রী পরে বলেন, “সত্যি কথা বলতে আমি আপনার সঙ্গে কাজ করার সুযোগ হারাতে চাইনি। আমি একজন শিল্পী। আমার মধ্যে কোনও কিছু নিয়ে ভয় থাকা উচিত নয়। এ ছাড়া আমার চরিত্রটি পছন্দই হয়েছে।”

তখন পরিচালকের পাল্টা প্রশ্ন, “তোমার দেশের প্রত্যেক অভিনেত্রীই এই ছবির প্রস্তাব ফিরিয়ে দিয়েছে। কারও ‘জামাত’ শব্দটির ব্যবহার নিয়ে আপত্তি রয়েছে। আবার কেউ রাজি হয়নি তব্বুকে চুমু খেতে। তুমি এমন সাহসী দৃশ্যে অভিনয় করতে রাজি হলে কেন?”
বাঁধনের সোজাসাপটা জবাব, “স্যার, সমকামের আমি ভয় পাই না। আমি মনে করি, সকলের নিজের মতো করে বাঁচার অধিকার রয়েছে। আমি আমার দেশকে ভালবাসি। চাই না, জামাত বা মৌলবাদীরা আমার দেশে আধিপত্য গড়ে তুলুক।” বাঁধনের এই মন্তব্য শুনে বিশাল হেসে বলেছিলেন, “আমি ঠিক মানুষকেই ছবিতে নিয়েছি। আমি খুব খুশি যে আমরা একসঙ্গে কাজ করছি।”