১০ বছরের অপেক্ষার অবসান! ‘বাহুবলী’ প্রভাসকে দেখে কী বলছে নেটপাড়া?

0

এন্টারটেইনমেন্ট ডেস্ক: ২০১৫ সালে মুক্তি পেয়েছিল ‘বাহুবলী দ্য বিগিনিং’। এর পরে ২০১৭ সালে ‘বাহুবলী দ্য কনক্লুশন’-এর মুক্তি। তারপর থেকেই দিন গোনা। অবশেষে প্রকাশ্যে এল ‘বাহুবলী- দ্য এপিক’-এর প্রথম ঝলক। আর তাতেই বাজিমাত।

সম্প্রতি এই বহু প্রতীক্ষিত ছবির ঝলক প্রকাশ্যে আনেন নির্মাতারা। বোঝাই যাচ্ছে ‘বাহুবলী ১’ ও ‘বাহুবলী ২’-এর সঙ্গে যোগসূত্র রয়েছে এই ছবির। প্রভাসকে বেশ তাঁর পুরনো অবতারে দেখে উত্তেজিত অনুরাগীরা। কী বলছে নেটপাড়া? কেউ লিখেছেন, ‘এই ছবি সমস্ত রেকর্ড ভেঙেচুরে দেবে।’ আবার কারও মতে, ‘১০০০ কোটি বক্সঅফিস সংগ্রহ হবেই হবে!’ কয়েকজন অনুরাগীর মন্তব্য, ‘আরও একবার গোটা দেশ সাক্ষী থাকতে চলেছে এই উন্মাদনার।’ ‘বাহুবলী ১’ বক্স অফিসে ৬৫০ কোটি টাকা সংগ্রহ করেছিল। তার চেয়েও বেশি লক্ষ্মীলাভ হয়েছিল ছবির দ্বিতীয় ভাগের সময়ে। সংগ্রহে প্রায় ১৭৮৮ কোটি টাকা। দর্শকদের অনুমান, এ বার আরও বেশি আলোড়ন তুলবে এই ছবি। তবে এই ছবি ছ’ঘণ্টা দৈর্ঘ্যের হবে না বলেই জানা গিয়েছে। আগামী ৩১ অক্টোবর ছবির শুভমুক্তি।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *