খেলতে হবে ভারতেই, সিদ্ধান্ত নিতে ক্রিকেটারদের বৈঠকে ডাকল বাংলাদেশ! আজই সিদ্ধান্ত

0

আর সময় দিতে রাজি নয় আইসিসি। বাংলাদেশকে টি২০ বিশ্বকাপ খেলতে হলে ভারতে এসেই খেলতে হবে। আর তা জানাতে হবে আজ বৃহস্পতিবারের মধ্যেই। না হলে বিকল্প দলকেই সুযোগ দেবে আইসিসি। বিশ্বকাপ স্কোয়াডে থাকা ক্রিকেটারদের সঙ্গে আজ বৃহস্পতিবার বসার কথা রয়েছে ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের। ক্রিকেট বিষয়ক এক জনপ্রিয় ওয়েবসাইট জানিয়েছে, অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল বাংলাদেশ দলের বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে পরিস্থিতি অবহিত করতে দুপুরেই বিশ্বকাপ স্কোয়াডের ক্রিকেটারদের সঙ্গে বসবেন। সেখানে নেওয়া হবে ক্রিকেটারদের মতামতও।
বাংলাদেশের অনড় মনোভাবের পর, কড়া বার্তায় এমনই হুঁশিয়ারি জানিয়ে দেওয়া হয় বিসিবিকে। ভারতে বাংলাদেশের বিশ্বকাপ খেলতে যাওয়া না যাওয়া নিয়ে বুধবার আইসিসি বোর্ডের এক জরুরি বৈঠক হয়। যেখানে সিদ্ধান্ত হয়েছে-বাংলাদেশ যদি ভারতে গিয়ে বিশ্বকাপের ম্যাচ না খেলার অবস্থান থেকে না সরে, তাহলে তাদের পরিবর্তে অন্য একটা দলকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করা হবে। ফলে, ২০২৬ আইসিসি পুরুষদের টি২০ বিশ্বকাপ নির্ধারিত সূচি অনুযায়ীই অনুষ্ঠিত হবে। আর বাংলাদেশকে ম্যাচগুলো খেলতে হবে ভারতেই। এরজন্য বিসিবিকে বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে বলা হয়েছে। এর জন্যই এক দিন সময় দেওয়া হয়েছে বিসিবিকে। ফলে আজই জানাতে হবে চূড়ান্ত সিদ্ধান্ত। বৈঠকে আইসিসি সদস্যদের মধ্যে এই নিয়ে ভোটাভুটি হয়। যেখানে বাংলাদেশের পক্ষে পাকিস্তান ছাড়া কোনও দেশই সায় দেয়নি। ১৬টি ক্রিকেট খেলিয়ে দেশ ভোটে অংশ নেয়। বাংলাদেশের  পক্ষে ভোট পড়ে মাত্র ২টি। বাংলাদেশের পক্ষে ভোট দেয় সেই দেশ নিজে ও পাকিস্তান। ফলে, হুমকি দিতে গিয়ে চাপেই পড়ল বাংলাদেশ।
বাংলাদেশ যে ভারতে নিরাপত্তা ঝুঁকির কথা বলেছে, তাদের পক্ষে তেমন কোনও যুক্তি দেখাতে পারেনি।ফলে তা নাকচ করে দেয় আইসিসি। মনে করা হচ্ছে, বাংলাদেশ যদি শেষপর্যন্ত নিজেদের সিদ্ধান্তে অনড় থাকে, তাহলে টাইগারবাহিনীকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে সুযোগ দেওয়া হবে।
এই বৈঠকে পূর্ণ সদস্য দেশের ডিরেক্টররা অংশ নিয়েছিলেন বলেই খবর। আইসিসি চেয়ারম্যান জয় শাহ ছাড়াও ছিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম, বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া, পিসিবি সভাপতি মহসিন নকভি সহ অন্যান্য দেশ।
মুস্তাফিজুর ইস্যুকে সামনে রেখে ভারতে বিশ্বকাপের ম্যাচ না খেলার জেদ শুরু করেছিল বাংলাদেশ। নিরাপত্তার অজুহাতে বাংলাদেশ ভারতে বিশ্বকাপ খেলতে আসতে রাজি নয়। এরপর আইসিসির কয়েকবার অনুরোধ, শেষপর্যন্ত সে দেশে গিয়ে বৈঠক করলেও অনড় অবস্থান রাজি রেখেছিল বাংলাদেশ।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *