ক্রিকেটারদের সঙ্গে বৈঠক! গলল না বরফ! টি২০ বিশ্বকাপ খেলবে না বাংলাদেশ, জানাল সে’দেশের সরকার
গোঁসা। মুস্তাফিজুর ইস্যুতে জেদ শুরু। শেষপর্যন্ত টি২০ ভারতে খেলতে আসতে অস্বীকারই করল বাংলাদেশ। ক্রিকেটারদের সঙ্গে বৈঠকের পর সে’কথাই জানিয়ে দিল বাংলাদেশ সরকার। অনড় মনোভাবই যদি থাকে, তাহলে ক্রিকেটারদের সঙ্গে আলোচনাই বা কী হল? এই প্রশ্নই উঠছে সে’দেশে।
ভারত বিশ্বকাপ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে বুধবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) এক দিনের সময় দিয়েছিল ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।এরপর বৃহস্পতিবার ক্রিকেটারদের সঙ্গে আলোচনা শেষে ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন, ভারতে খেলতে যাবে না বাংলাদেশ।
ক্রিকেটারদের ভবিষ্যত কেড়ে নিয়ে সরকারের পক্ষে ঠিক কী কী বোঝানো হল, তা অবশ্য প্রকাশ করেনি বিসিবি। কারণ, তা নাকি প্রকাশ্যে বলা নিষেধ। আসিফ নজরুল এ’টুকু বলেছেন, ‘আমাদের এই মিটিংয়ের উদ্দেশ্য ছিল, সরকার কেন এই সিদ্ধান্ত নিয়েছে সেটা তাদের ব্যাখ্যা করে বুঝিয়ে বলা’।
ক্রীড়া উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল সাংবাদিক বৈঠকের পর বলেন, ‘আমাদের বোর্ড ও বাংলাদেশের ক্রিকেটাদের সঙ্গে বৈঠক করেছি। আমরা ক্রিকেট ও বিশ্বকাপ খেলতে আগ্রহী। কারণ আমরা সেটা অর্জন করেছি। কিন্তু ভারতে খেলার ক্ষেত্রে আমাদের নিরাপত্তার ঝুঁকি রয়েছে। এটা কোনও বায়বীয় ধারণা নয়। এটা সত্যি। আমাদের দেশের একজন সেরা খেলোয়াড়কে ভারত থেকে বের করে দিয়েছে। উগ্রবাদীদের কাছে মাথা নত করেছে বিসিসিআই। কিন্তু আইসিসি এখনও বলছে বাংলাদেশকে ভারতে খেলতে হবে। এটা তো মানা যায় না। ওই মানসিকতার কী পরিবর্তন হয়েছে?আইসিসি এই বিষয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি। আইসিসি আসল ঘটনা বাদ দিয়ে তার স্ট্যান্ডার্ড যে সিকিউরিটি প্রসিডিউর সেগুলো নিয়ে আলোচনা করেছে। ভারত সরকারও আমাদের রাজি করানোর কোনও প্রয়োজনীয়তা বোধ করেনি। ফলে ভারতে খেলতে না যাওয়ার যে সিদ্ধান্ত তা থেকে সরে আসার কোনও প্রশ্নই নেই।’ তিনি এও বলেন, ‘আমরা আইসিসি থেকে সুবিচার পাইনি। আমরা এখনও আশা করবো, আইসিসি সুবিচার করবে।আমরা এখনও আশা ছাড়িনি।’
