হোস্টেলের ছাদে ভেঙে পড়ল বিমান, আহমেদাবাদের ছায়া বাংলাদেশেও! শোকস্তব্ধ মিথিলা
ট্রেন্ডিং:
গত জুন মাসের আহমেদাবাদের বিমান দুর্ঘটনার ক্ষতের স্মৃতি এখনও দগদগে। এ বার এই মর্মান্তিক ঘটনার ছায়া ও পার বাংলাতেও। আহমেদাবাদের মেঘানি নগরের বিজে মেডিকেল কলেজের ইউজি হোস্টেলের মেসের ছাদে ভেঙে পড়েছিল এয়ার ইন্ডিয়ার বিমানটি। একই চিত্র বাংলাদেশেও। রাজধানীর উত্তরায় দিয়াবাড়ি এলাকায় অবস্থিত ‘মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ’-এর আবাসিক ছাত্রদের হোস্টেলের ক্যান্টিনের ছাদে বিধ্বস্ত হয় বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান। ভবনটি নাম ‘হায়দার হল’।
বাংলাদেশের সংবাদমাধ্যম সূত্রে খবর, এফ-৭ মডেলের বিমানটি দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করে ১টা ১৮ মিনিটে বিধ্বস্ত হয়। এতে এখনও পর্যন্ত একজনের মৃত্যু খবর পাওয়া গেছে। তবে তিনিই বিমানটির পাইলট কি না তা নিশ্চিতভাবে জানা যায়নি। আহত ৩০ জনকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে নেওয়া হয়েছে।
মর্মান্তিক এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। ফেসবুকে লেখেন, ‘কী সাংঘাতিক খবর! মাইলস্টোন কলেজের সমস্ত শিক্ষক-শিক্ষিকা, ছাত্রছাত্রী এবং তাঁদের পরিবারের জন্য প্রার্থনা করুন।’