রবিবার ভারত-পাক মহারণ! নীরব বিসিসিআই কর্তারাও কি বয়কটের পথে?
স্পোর্টস ডেস্ক: নানা জনের নানা মত। তবু ১৪ সেপ্টেম্বর, এশিয়া কাপে ভারত-পাক ম্যাচের বল গড়াবে দুবাইতে। কেন্দ্রীয় সরকার সবুজ সংকেত আগেই দিয়েছে। সুপ্রিম কোর্টও সুপ্রিম রায়ে তাই জানিয়েছেন। তবু নানা কথা, পক্ষে বিপক্ষে চলছেই। এরমধ্যেই জানা গেল অন্য এক তথ্য। মাঠে সূর্যকুমাা লড়াই করলেও, ম্যাচ নীরবেই বয়কট করবেন বিসিসিআইয়ের কর্তারা। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে এমনই খবর। কারণ, এখনও পর্যন্ত কোনও অফিসিয়ালই দুবাইতে পৌঁছননি।
আর যদি দুবাইও যানও, তাহলেও মাঠে যাবেন কিনা তা পরিষ্কার নয়। পাকিস্তানের বিপক্ষে ম্যাচটা বাতিলের পক্ষে ভারতজুড়ে সমর্থকদের বেশ বড় অংশের মধ্যে ‘বয়কট ক্যাম্পেইন’ শুরু হয়েছে। রাজনৈতিক চাপানউতোরও চলছে। সেই বিতর্ক এড়াতে কি এই সিদ্ধান্ত? তা নিয়ে অবশ্য কোনও কর্তাই মুখ খোলেননি। উল্লেখ্য, দুবাইয়ে এ বছর চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত–পাকিস্তান ম্যাচে বিসিসিআইয়ের সব শীর্ষ কর্মকর্তা এবং রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সর্বভারতীয় সংবাদমাধ্যমে বলা হয়েছে, রাজীব শুক্লা এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সদস্য হিসেবে এই ম্যাচে স্টেডিয়ামে থাকতে পারেন। তবে আইসিসি চেয়ারম্যান জয় শাহ কিংবা বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়ার না থাকার সম্ভাবনাই বেশি।
এমনকি এবারের ভারত-পাক ম্যাচ নিয়ে সাধারণদের মধ্যেও কাড়কাড়ি দেখা যায়নি। বিশ্বের যে প্রান্তেই এই ম্যাচ হোক না কেন, মুহূর্তের মধ্যে বিক্রি হয়ে যায় সব টিকিট। এশিয়া কাপে সেই ছবি দেখা যায়নি। এখনও পর্যন্ত ভারত-পাক এখনও পর্যন্ত সব টিকিটও বিক্রি হয়নি।
দুবাইয়ে ভারত-পাকিস্তান ক্রিকেট দল মুখোমুখি হয়েছে মোট ৬ বার। এর আগে তিনবার ওয়ান ডে ফরম্যাট ও তিনবার টি-২০ ফরম্যাটে ম্যাচ হয়েছে। ভারতীয় ক্রিকেট দল তিনটি ওয়ান ডে ম্যাচেই পাকিস্তানকে হারিয়ে দিয়েছে এরআগে দুবাইয়ে। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে শেষবার ওয়ান ডে ফরম্যাটে পক দলকে হারিয়ে টিম ইন্ডিয়া। কুড়ির ফরম্যাটে পাকিস্তান অবশ্য ভারতকে দুবার হারিয়েছে দুবাইয়ে।