গ্রেড সিস্টেমে পরিবর্তন! এক ধাক্কায় কমে যাবে বিরাট-রোহিতদের বেতন! কোপ শামির ওপরও!
বিরাট কোহলি তুখোড় ফর্মে থাকতেই পারেন। পরের ওডিআই বিশ্বকাপে খেলতেই পারেন কোহলি, সেইসঙ্গে রোহিতও। তাতেও কোটি কোটি টাকা বেতন কমতে পারে তাদের। ভারতীয় ক্রিকেট বোর্ডকে নতুন প্রস্তাব দিয়েছে নির্বাচক প্যানেল। তাতে এ প্লাস ক্যাটাগরিই তুলে দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। আর তা যদি বাস্তবায়িত হয় তাতে আর্থিক ক্ষতির মুখে পড়বেন ভারতের চার তারকা ক্রিকেটার। কারণ, বিসিসিআইয়ের এ+ ক্যাটাগরিতে রয়েছেন বিরাট কোহলি, রোহিত শর্মা, রবীন্দ্র জাদেজা ও জাসপ্রীত বুমরাহ। সেই ক্যাটেগরিই এ বার তুলে দেওয়ার ভাবনা চিন্তা করছে বোর্ড।
তাহলে বিরাটদের কী হবে, সেটাই প্রশ্ন উঠেছে। তাহলে কি গ্রেডেশনে নেমে যাবেন তাঁরা? বোর্ডের অ্যাপেক্স কাউন্সিলের পরবর্তী বৈঠকে এই বিষয়ে আলোচনা হবে। তাতে এ, বি ও সি ক্যাটাগরিই শুধু থাকবে বলে মনে করা হচ্ছে। সেই অর্থে বিরাট কোহলি ও রোহিত শর্মা, দু’তারকাই এ ক্যাটেগরিতেও থাকবেন কিনা প্রশ্ন উঠেছে। রোহিত ও কোহলি টি-টোয়েন্টি ও টেস্ট থেকে অবসর নিয়েছেন। এখন তারা শুধু ওয়ানডে ক্রিকেট খেলেন। তাই বিরাট কোহলি এবং রোহিত শর্মাকে এ প্লাস ক্যাটাগরির পরিবর্তে বি ক্যাটাগরিতে রাখা হতে পারে। এ প্লাস ক্যাটাগরিতে থাকায় বছরে ৭ কোটি টাকা করে পেতেন চার ক্রিকেটার। এ ক্যাটাগরিতে ৫ কোটি টাকা পান। ‘বি’ গ্রেডের ক্রিকেটাররা বার্ষিক ৩ কোটি এবং ‘সি’ গ্রেডের ক্রিকেটাররা বছরে ১ কোটি টাকা বেতন পান। এ ক্যাটাগরিতে বিরাটরা গেলে, ২ কোটি টাকা কম পাবেন। আবার বি ক্যাটাগরিতে গেলে ৪ কোটি টাকা কমে যাবে।
শুধু এই চারজনের ওপরই নয়, কেন্দ্রীয় চুক্তিতে বড়সড় রদবদল হতে পারে। তাতে দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকা মহম্মদ শামির ওপর কোপ পড়তে পারে।বিসিসিআইয়ের নিয়ম অনুসারে, কেন্দ্রীয় চুক্তি সেই খেলোয়াড়দের দেওয়া হয় যারা এক মরসুমে তিনটি টেস্ট ম্যাচ, আটটি ওয়ানডে বা দশটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। তেমনই উন্নতি হতে পারে শ্রেয়স আইয়ার, অভিষেক শর্মার।
