বেঙ্গল প্রো টি২০ লিগের ড্রাফটে সিনেমার প্রচার, খেলার সঙ্গে মিশল সাহিত্যও

0





সিএবির টুর্নামেন্ট। কিন্তু একঝাঁক টলিউড শিল্পী। দেখলে চমকে উঠতে হয়, ক্রিকেটের অনুষ্ঠান না বিনোদনের! আসলে, মিলেমিশে গেছে এখন বিনোদন ও খেলার প্রচারের স্টাইল। সিএবি পরিচালিত বেঙ্গল প্রো টি২০ লিগের ড্রাফটের আসরেই দেখা গেল রাস ছবির টিজার প্রকাশ হতে। রাসের টি শার্ট প্রকাশ করেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ছিলেন বিক্রম চট্টোপাধ্যায়, দেবলীনা কুমার, রণজয় বিষ্ণু, সুদীপ মুখোপাধ্যায়-সহ ছবির অভিনেতা-অভিনেত্রীরা।
অপারেশন সিঁদুরের পরই ভারতের পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় থমকে গিয়েছিল খেলাধুলো। আবার সবকিছুই নিউ নম্যাল। ফলে, অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করে দেওয়া বেঙ্গল প্রো টি২০ লিগের বল গড়াবে যথা সময়েই। ড্রাফটের আসরে উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়, ঝুলন গোস্বামীরা। ছিলেন সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায় সহ সিএবির বাকি কর্তারাও। এছাড়াও ছিলেন একাধিক ক্রিকেটার। তাদের মধ্যে ছিলেন অভিষেক পোড়েল, মুকেশ কুমাররাও। 


এই টুর্নামেন্ট ১১ জুন থেকে শুরু হয়ে চলবে ২৮ জুন পর্যন্ত। ৮টি দল ড্রাফটের আগে ৫ জন করে ক্রিকেটার ধরে রাখার সুযোগ পেয়েছিল। দ্বিতীয় বছরের প্রতিযোগিতার ড্রাফটে ছিল ৮০২ জন ক্রিকেটারের নাম। ৯০ জনেরও বেশি ক্রিকেটারের ড্রাফট হয়। যেখানে অন্তত দুজন করে অনূর্ধ্ব ১৯ ক্রিকেটার রাখতে হয়েছে দলগুলিকে। তাদের অন্তত একজন খেলবে প্রথম একাদশে। পুরুষদের ড্রাফটিংয়ে সার্ভোটেক শিলিগুড়ি স্ট্রাইকার্স নেয় অনুষ্টুপ মজুমদারকে। মনোজ তিওয়ারিকেওএই টুর্নামেন্টে খেলতে দেখা যাবে। মনোজকে নিয়েছে হারবার ডায়মন্ডস। কলকাতা রয়্যাল টাইগার্সের হয়ে খেলবেন অভিষেক, করণ লাল।  মেদিনীপুর উইজ়ার্ডের হয়ে খেলবেন সুদীপ চট্টোপাধ্যায়, বিবেক সিং। রাঢ় টাইগার্সের হয়ে খেলতে দেখা যাবে শাহবাজ, প্রদীপ্ত প্রামাণিককে।


ড্রাফটে বিনোদনের অনুষ্ঠান থাকলেও, খেলার সঙ্গে মিশে গেছে অবশ্য সাহিত্যও। বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগের দ্বিতীয় সংস্করণের ম্যাসকট হিসাবে দেখা যাবে বাংলা সাহিত্যের চরিত্র ‘বাঁটুল দি গ্রেট’-কে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *