বিয়ের দেড় বছরের মাথায় বড় অঘটন, প্রিয়জনকে হারিয়ে ভেঙে পড়েছেন কৌশাম্বী

0

বিয়ের পর থেকে একের পর এক অঘটন ঘটেই চলেছে আদৃত রায় এবং কৌশাম্বী চক্রবর্তীর জীবনে। ২০২৪ সালে মাকে হারিয়েছেন অভিনেত্রী। বিয়ের পর এই ঘটনায় খুবই ভেঙে পড়েছিলেন তিনি। মেনে নিতে পারেননি। কিন্তু পরিস্থিতি সামলে উঠে দাঁড়িয়েছিলেন। মাকে হারানোর শোক কাটতে না কাটতেই দিদাকে হারালেন কৌশাম্বী। ইনস্টাগ্রামে দিদার ছবি পোস্ট করে মনখারাপের খবর সকলের সঙ্গে ভাগ করে নেন তিনি। কৌশাম্বী লেখেন, “না ফেরার দেশে ভাল থেকো দিদা।” ১২ নভেম্বর এই ঘটনা ঘটেছে। এই পরিস্থিতিতে অভিনেত্রীর পাশে দাঁড়িয়েছে অনুরাগীরা।


কী হয়েছিল কৌশাম্বীর দিদার? সে কথা জানা যায়নি। ১২ নভেম্বর, বুধবার ঘটেছে এই ঘটনা। কৌশাম্বী এবং আদৃত—দু’জনের কেউই তাঁদের ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশ্যে আলোচনা হোক তা চান না। ধুমধাম করে বিয়ে করলেও, প্রেমের শুরু থেকে বিয়ের পরিকল্পনা সবটাই হয়েছিল সন্তর্পণে। কাউকে কিচ্ছুটি জানতে দেননি তাঁরা। পরে ছড়িয়ে পড়ে আইবুড়োভাতের বেশ কিছু মুহূর্ত। তখন থেকেই সবকিছু জানাজানি হয়।


২০২৪ সালের মে মাসে অভিনেতা আদৃতকে বিয়ে করেন কৌশাম্বী। সদ্য একবছর হয়েছে তাঁদের দাম্পত্যের। এই ১২ মাসে অনেক ঝড় বয়ে গিয়েছে তাঁদের উপর। বিয়ের কিছু দিন পরেই মাকে হারানো তাঁর কাছে খুবই যন্ত্রণার ছিল। ফেসবুকে লম্বা পোস্ট করেছিলেন অভিনেত্রী। আরও এক মনখারাপের খবর ভাগ করে নিলেন অভিনেত্রী। এই খবর শুনে কেউ মন্তব্য করেছেন, “খুবই খারাপ লাগছে।” কেউ আবার লিখেছেন, “ওনার শান্তি কামনা করি।”
একবছর কাটতে না কাটতে আবার অঘটন। মন ভাল নেই অভিনেত্রীর। ২০২৫ সালের মে মাসে তাঁদের বিয়ের এক বছর হয়েছে। দেড়বছরের মাথায় আবার পরিবারে অঘটন, ফলে অভিনেত্রীর অনুরাগীদের অনেকে চিন্তিত হয়ে পড়েছে। যদিও এখনও পর্যন্ত এই প্রসঙ্গে কোনও মন্তব্য করেননি কৌশাম্বী। অভিনেত্রীকে এই মুহূর্তে দর্শক দেখছে ‘গৃহপ্রবেশ’ ধারাবাহিকে। নেতিবাচক চরিত্রে দেখা যাচ্ছিল তাঁকে। অন্য দিকে অভিনেতা আদৃতকে অনেক দিন ক্যামেরার সামনে দেখা যাচ্ছে না। তাঁকে শেষ বার দর্শক দেখেছিল ‘মিত্তির বাড়ি’ ধারাবাহিকে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *