অদ্ভুত আচরণ করছে ৩ বছরের সন্তান, ‘অশুভ’ লাবুবু পুতুলকে পুড়িয়ে দিলেন ভারতী

0

এন্টারটেইনমেন্ট ডেস্ক: বড় বড় চোখ, বিস্ফারিত হাসি। না না রঙের এই খাটো পুতুলেই মজেছে প্রজন্ম। চাবির রিং থেকে শুরু করে সাজপোশাক, সবকিছুরই যেন অঙ্গ হয়ে উঠেছে এই ভাইরাল লাবুবু পুতুল। তবে এটিকে ঘিরে একইসঙ্গে ছড়িয়েছে নানা মন্তব্য। নেটিজেনদের একাংশের মতে, এই পুতুল অশুভ। একে বাড়িতে আনার পর থেকেই নাকি অতিষ্ঠ হয়ে উঠেছে মানুষের জীবন। তার পর থেকে কেউ পুড়িয়ে ফেলছেন, তো কেউ ফেলে দিচ্ছে নিজের জীবন থেকে ছুড়ে। সেই তালিকাতেই রয়েছেন কৌতুকশিল্পী ভারতী সিং।

সমাজমাধ্যমে বেশ সক্রিয় ভারতী। প্রায় নিয়মিতভাবেই নিজের ভ্লগে তুলে ধরেন নিত্যদিনের খুঁটিনাটি। সম্প্রতি একটি ভ্লগে ভারতীকে তাঁর পুত্র গোল্লার পুতুল জ্বালিয়ে দিতে দেখা গিয়েছে। ভারতীও মনে করেন, এই পুতুল বাড়িতে আসার পর থেকেই যেন বেড়েছে অশুভ শক্তির আনাগোনা। এর মোক্ষম প্রমাণ হল অভিনেত্রীর ছেলে গোলা।

ভারতী জানান, যে দিন থেকে তাঁর স্বামী অর্থাৎ হর্ষ লিম্বাচিয়া এই পুতুল বাড়িতে এনেছেন, সেদিন থেকেই তাঁদের ৩ বছরের সন্তানের আচরণে পরিবর্তন এসেছে। তাই শেষমেশ লাবুবু পুতুলটি পুড়িয়ে দিতে বাধ্য হয়েছেন তিনি। কিন্তু কী পরিবর্তন ভারতী লক্ষ করলেন তাঁর সন্তানের মধ্যে?

ভ্লগে তিনি বলেন, “যে দিন থেকে এই পুতুল বাড়িতে এসেছে, গোলা একটু বেশিই দুষ্টু হয়ে গিয়েছে।” ভারতী জানান, তাঁর সন্তানকে সামলাতে হিমশিম খেতে হচ্ছে তাঁকে। কোনও কথা শুনছে না গোলা। সারাদিন ধরে চলছে চিৎকার এবং জিনিসপত্র ছুড়ে ফেলা। প্রথম দিকে এই বিষয়টিকে বেশি গুরুত্ব না দিলেও পরে বেশ বুঝতে পারেন, সমস্যার মূলে রয়েছে এই লাবুবু পুতুল। তার পরেই  ক্যামেরার সামনে এসে এই পুতুল পুড়িয়ে দেন ভারতী।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *