রক্ত আর জল কখনও একসঙ্গে বইতে পারে না, পাকিস্তানকে বার্তা নরেন্দ্র মোদীর

0

ট্রেন্ডিং: রক্ত আর জল কখনও একসঙ্গে বইতে পারে না। সাফ কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। ২২ এপ্রিলের পহেলগাঁও হত্যাকাণ্ডের জবাবে গত ৬ মে রাতে পাকিস্তানের পঞ্জাব প্রদেশ এবং পাক অধিকৃত কাশ্মীরের ন’টি জঙ্গিঘাঁটিতে হামলা চালিয়েছিল ভারতীয় সেনা। তার পর এই প্রথমবার প্রকাশ্যে বক্তৃতা করলেন মোদী। সোমবার জাতির উদ্দেশে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী জানান, রক্ত আর জল কখনও একসঙ্গে বইতে পারে না। তাঁর কথায়, ‘সন্ত্রাস-বাণিজ্য, সন্ত্রাস-আলোচনা যেমন কখনও একসঙ্গে হয় না তেমনই রক্ত আর জল কখনও একসঙ্গে বইতে পারে না’। 

ফলে ‘জল’ প্রসঙ্গ তুলে তিনি সুকৌশলে সিন্ধু চুক্তি নিয়ে ভারতের অবস্থান জানিয়ে দিয়েছেন বলেই মনে করছেন অনেকে। এই নিয়ে আলোচনাও হবে না। কারণ পাকিস্তানের সঙ্গে সন্ত্রাসবাদ ও পাক অধিকৃত কাশ্মীর ছাড়া অন্য কোনও বিষয় নিয়ে কোনও আলোচনা নয় বলেও ভাষণে সাফ জানিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী।
সংঘর্ষবিরতি হয়েছে ঠিকই, তবে অপারেশন সিঁদুর শেষ হয়নি পরিষ্কার হুঁশিয়ারি দিয়ে রাখেন প্রধানমন্ত্রী। সেইসঙ্গে পাকিস্তানকে নিউ নর্মালের তিন শর্ত স্পষ্ট করে দেন মোদী। তাঁর প্রথম কথাতেই বলেন, ভারতের মাটিতে সন্ত্রাস হলে মুখের উপর তার জবাব দেবে ভারত। দ্বিতীয় কোনও পরমাণু ব্ল্যাকমেল ভারত সহ্য করবে না। আর তৃতীয়, পাকিস্তানে সন্ত্রাসের মদতদাতা সরকার ও জঙ্গিদের মধ্যে কোনও পার্থক্য করা হবে না।

পাকিস্তানের ঘৃণ্য আচরণ ইতিমধ্যেই বিশ্ব দেখেছে। তিনি আরও বলেন, সে দেশের সরকার, সেনা জঙ্গিদের মদত দিচ্ছে। ওরাই একদিন পাকিস্তানকে শেষ করবে। বাঁচতে হলে সেগুলোকে শেষ করতে হবে। ভাষণে আগাগোড়াই পাকিস্তানকে কড়া ভাষায় আক্রমণ করেন মোদী। বলেন, পহেলগাঁও হামলা ছিল ভারতের সম্প্রীতির উপরে আঘাতের চক্রান্ত। ছুটি কাটাতে যাওয়া পর্যটকদের ধর্ম জেনে খুন করা হয়েছে। সিঁদুর মোছার শাস্তি পেয়েছে জঙ্গিরা। এটি ন্যায়ের প্রতীক। ভারতীয় সেনা শুধু পাক জঙ্গিদের পরিকাঠামোই ধ্বংস করিনি, তাদের মনোবলও ভেঙে দিয়েছে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *