এন্টারটেইনমেন্ট ডেস্ক: দুর্গাপুজোর শেষ দিনে শহরের প্যান্ডেলে প্যান্ডেলে এক অন্য রকম আবেগ। ঢাকের আওয়াজ ধীরে ধীরে ক্ষীণ হলেও, আনন্দ যেন থামতেই চাইছে না। দশমীর সিঁদুর খেলার রঙিন আয়োজন জমে উঠল তারকাদের উপস্থিতিতে। ভক্তদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এই বিশেষ মুহূর্তে যোগ দিলেন বলিউড থেকে টলিউড—সবাই।
প্যান্ডেলের ভিড়ে নজর কাড়লেন ইশিতা দত্ত আর তাঁর স্বামী বৎসল শেঠ। সাদা-লাল পাড়ের শাড়িতে সিঁদুরে রাঙা ইশিতা, সঙ্গে বড়সড় ঝুমকা। পাশে বৎসল একেবারে বাঙালি সাজে। তাদের সেই মুহূর্তে উচ্ছ্বাসে মেতে ওঠে দর্শকও।অন্যদিকে একেবারে বাঙালি লুকে ধরা দিলেন কাজল।অফ-হোয়াইট তাঁতের শাড়ি, হাতে লাল চুড়ি। পাশে মেয়ে নিসা, গেরুয়া আনারকলিতে উজ্জ্বল। মা-মেয়ের সেই স্নিগ্ধ ফ্রেম মুহূর্তেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। ঐতিহ্যের ছোঁয়া নিয়ে হাজির হলেন রূপালি গঙ্গোপাধ্যায়। সাদা-লাল কোরিয়াল শাড়ি, গলায় সোনার হার, হাতে থালা—দেবীর সামনে দাঁড়িয়ে ভক্তিভরে বরণ করলেন তিনি। সুমনা চক্রবর্তীও সাবেকি সাজে মুগ্ধ করলেন দর্শককে। লাল শাড়ি, খোঁপা, হাতে পদ্ম—মুহূর্ত যেন একেবারে ঘরের পুজোর ছবি। পরিচালক অয়ন মুখ্যোপাধ্যায়কে দেখা গেল সাদা পাঞ্জাবিতে স্নিগ্ধ ভঙ্গিতে। আর শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের রাজকীয় উপস্থিতি—লাল বেনারসি, ভারী সোনার গয়না আর সিঁদুরে রাঙা মুখ। তাকে দেখেই মনে হচ্ছিল, দেবী নেমে এসেছেন ভক্তদের ভিড়ে।