শুভশ্রীর কিস থেকে বিরুষ্কার অভিনব সেলিব্রেশন, নিউ ইয়ারে নজর কাড়লেন টলি-বলি তারকারা

0

থার্টি ফার্স্ট থেকে ফার্স্ট জানুয়ারি। ইংরাজি বর্ষবরণে মেতে গোটা দেশ। নতুন বছরকে যে যার মতো করেই বরণ করে নিলেন তারকারা। কেউ পার্টি করলেন, কেউ অনুরাগীদের শুভেচ্ছা জানিয়ে নতুন ছবি পোস্ট করলেন। ক্রিকেটার থেকে বলিউড তারকারা সবাই মেতে সেলিব্রেশনে। কম যাননি টলিউডের নায়ক-নায়িকারাও।

এই যেমন টলিউডের নায়িকা শুভশ্রী গঙ্গোপাধ্যায় বিদেশের মাটিতে বছরের প্রথম দিনটা সেলিব্রেশন করেন। একে অপরকে চুমুতে ভরিয়ে নতুন বছরের শুরু করেছেন রাজ ও শুভশ্রী।
আর এক নায়িকা কৌশানী মুখোপাধ্যায় পার্টিতে মজে ছিলেন অভিনেতা বনির সঙ্গেই।


তেমনই পার্টিতে আনন্দ করতে দেখা গেছে অঙ্কুশ-ঐন্দ্রিলাকেও।

আবার বন্ধু ও ভাইয়েদের নিয়ে পার্টি করার পর অনুরাগীদের জন্য অভিনব ছবি দিয়েছেন বিরাট কোহলি। পাশে অবশ্যই অনুষ্কা শর্মা। বিরাটের বাঁ চোখ বরাবর দেখা গেছে স্পাইডারম্যান আঁকা, অন্যদিকে অনুষ্কার বাঁ চোখ বরাবর আঁকা প্রজাপতির ছবি।


ভক্তদের শুভেচ্ছা জানিয়ে নতুন বছর শুরু করেছেন বলিউডের নায়িকা করিনা কাপুর। শুভেচ্ছা বার্তাতেই লিখেছেন, ‘২০২৫ সালটা আমার এবং আমার পরিবার ও সন্তানের জন্য কঠিন ছিল। আমাদের পাশে যারা সবসময় থাকলেন তাঁদের ধন্যবাদ। সকলকে নতুন বছরের অনেক শুভেচ্ছা’।


২০২৫ সালের শেষ মাসেই বাবা ধর্মেন্দ্রকে হারিয়েছেন এষা দেওল। বাবাকে স্মরণ করেই নতুন বছর শুরু করেছেন বলিউডের এই অভিনেত্রী।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *