বক্সিং ডে’তে বক্স থেকেই সাফল্যের চাবি খুঁজে পেল ইংল্যান্ড, একাধিক রেকর্ড মেলবোর্নে
ব্যর্থতা, ব্যর্থতা আর ব্যর্থতা। বছর শেষে বক্সিং ডে’তে বক্স থেকে বোধহয় সাফল্যের চাবিটা খুঁজে পেল ইংল্যান্ড। সবাইকে চমকে দিয়ে এমসিজিতে ম্যাচ জিতে নিল বেন স্টোকসের দল। দীর্ঘ ১৫ বছর পর অস্ট্রেলিয়ার মাঠে অ্যাশেজের কোনো ম্যাচ জিতল ইংল্যান্ড। ১৮ ম্যাচের অপেক্ষা শেষে অস্ট্রেলিয়ায় জয়ের দেখা পল তারা। মাত্র দু’দিনেই শেষ হল টেস্ট। পারথে সিরিজের প্রথম টেস্টে ইংল্যান্ডকে দুইদিনেই হারিয়ে দিয়েছিল অস্ট্রেলিয়া। মেলবোর্নে যেন তারই প্রতিশোধ।টেস্ট ইতিহাসে এটি মাত্র পঞ্চমবার, যখন এক সিরিজে একাধিক ২ দিনের ম্যাচ দেখা গেল।আর ৯৪ বছর পর মেলবোর্নে কোনো টেস্ট শেষ হল ২ দিনে।
বোলারদের দাপটে মেলবোর্ন টেস্টের প্রথম দিনই ২০ উইকেট পড়েছে। দুইবার ব্যাটিংয়ে নামতে হয়েছে অস্ট্রেলিয়াকে। কিন্তু তখনও যেন ফেভারিট ছিল অজিরাই। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে ১৫২ রানে থামে।ইংল্যান্ড জবাবে ১১০ রান করে। জবাবে দ্বিতীয় দিন ৪ রান থেকে খেলতে নেমে ১৩২ এই গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। ইংল্যান্ডের সামনে লক্ষ্যমাত্রা দাঁড়ায় ১৭৫। আগের তিন ইনিংসে যে দুই দল একবারও ১৭৫ পর্যন্ত যেতে পারেনি, সেই সুযোগ চতুর্থ ইনিংসে আর ভুল করেনি ইংল্যান্ড। দুই ওপেনার জ্যাক ক্রলি (৩৭) আর বেন ডাকেট (৩৪) ভালো শুরু করেন। এরপরও ব্রাইডন কার্স, জো রুট, স্টোকসরা আউট হয়ে দলকে চাপের মুখে ফেলেন। জ্যাকব বেথেলের ৪০ রানের ইনিংস অনেকটাই দেন। তাতে জয়ের মুখ দেখে ইংল্যান্ড।
একনজরে দেখে নেওয়া যাক বেশ কয়েকটি রেকর্ড
২০১১ সালের পর থেকে ১৫টি বক্সিং ডে টেস্ট খেলে তৃতীয়বার হার দেখল অস্ট্রেলিয়া । আগের দুটি হার ছিল ২০১৮ ও ২০২০ সালে ভারতের বিপক্ষে।
এখন পর্যন্ত সাতটি অ্যাশেজ টেস্ট দুই দিনের মধ্যে শেষ হল। তারমধ্যে চলতি সিরিজেই দু’বার। এর আগে মেলবোর্নে মাত্র ৮৫২ বল খেলা হয়েছে। অ্যাশেজে সবচেয়ে কম বলে খেলা শেষ হওয়ার তালিকায় মেলবোর্ন চার নম্বরে।
