আফগানদের বিরুদ্ধে ড্র করেও ভাগ্যের শিকে ছিঁড়ল, কাফা নেশনসে প্লে অফে ভারত

0

স্পোর্টস ডেস্ক: কাফা নেশনসে আশাটুকু বেঁচে থাকল খালিদ জামিলের ভারতের। তাজিকিস্তানের হিসোর সেন্ট্রাল স্টেডিয়ামে গ্রুপ পর্বে তাদের শেষ ম্যাচে আফগানদের বিরুদ্ধে হতাশাজনক ০-০ ড্রয়ের ফলে ভারতের প্লে অফে ওঠার রাস্তা আরও কঠিন হয়ে যায়। তাকিয়ে থাকতে হয়েছিল ইরান বনাম তাজিকিস্তান ম্যাচের দিকে। সেই ম্যাচ ২-২ ড্র হয়ে যাওয়ায় ভারতের ভাগ্যে শিকে ছেঁড়ে। ব্লু টাইগার্সরা গ্রুপের দ্বিতীয় সেরা দল হিসেবে তৃতীয় স্থান নির্ধারক ম্যাচে খেলার যোগ্যতা অর্জন করল।তিন ম্যাচে চার পয়েন্ট নিয়ে গ্রুপের দ্বিতীয় স্থানে ভারত। লিগ টেবলে ভারত ও তাজিকিস্তানের পয়েন্ট সমান। কিন্তু তাজিকিস্তানের বিরুদ্ধে ২-১ জয় পেয়েছিল ভারত।

এই জয়ের জন্যই প্লে অফে জায়গা হল খালিদ জামিলের দলের। ৮ সেপ্টেম্বর তৃতীয় স্থান নির্ধারক ম্যাচে তারা সম্ভবত ওমান বা উজবেকিস্তানের বিরুদ্ধে খেলবে। বৃহস্পতিবার সহজ প্রতিপক্ষ হলেও, আফগান গাঁট পেরোতে পারেনি ভারত। ফিফা র‍্যাঙ্কিংয়ে ভারত ১৩৩ নম্বরে। সেখানে আফগানিস্তান ১৬১ নম্বরে।
গত বছর বিশ্বকাপ ২০২৬ ও এশিয়ান কাপ ২০২৭ বাছাই পর্বের দ্বিতীয় রাউন্ডে আফগানিস্তানের বিরুদ্ধে ভারত ৬ পয়েন্টের মধ্যে ৫ পয়েন্টই খোয়ায়। গুয়াহাটিতে গত বছর বিশ্বকাপ বাছাইপর্বে ১-২ ব্যবধানে হেরে যায় ভারত। অপর ম্যাচে ড্র করে তারা।

এ বারও সেই আফগানদের কাছেই ফের ধাক্কা খায় খালিদ ব্রিগেড। কার্যত ফিনিশিংয়ের অভাবেই গোলমুখ খুলতে পারেনি ভারত। দুই দলই একে অপরকে টক্কর দেওয়ার লড়াইয়ে ব্যস্ত থাকলেও, সুযোগের সদব্যবহার কেউই করতে পারেনি। এদিনও ভালো পারফরম্যান্স দেখান ভারতীয় দলের গোলকিপার গুরপ্রীত সিং সান্ধু। নির্ভরযোগ্য ডিফেন্ডার আনোয়ার আলিও ভালো পারফরম্যান্স দেখান। এর ফলেই গোল হজম করেনি ভারতীয় দল। চোটগ্রস্ত সন্দেশ ঝিঙ্গানের পরিবর্তে মূলত রাহুল ভেকে-ই রক্ষণভাগ সামলান। এরপর সুযোগ থাকলেও, গোল করার লোকের অভাব যেন প্রকট হয়ে উঠল ভারতীয় শিবিরে। অভিজ্ঞ সুনীল ছেত্রী নেই। মোহনবাগান না ছাড়ায় আপফ্রন্টে নেই মনবীর সিং ও লিস্টন কোলাসোও। প্রথম ম্যাচে তাজিকিস্তানের বিরুদ্ধে গোল করেছিলেন দুই ডিফেন্ডার সন্দেশ ঝিঙ্গান ও আনোয়ার আলি।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *