আন্সেলোত্তির বাছাই দলে নেইমার বাদ, তবে কি শেষের শুরু!

0

স্পোর্টস ডেস্ক: ব্রাজিল বিশ্বকাপে আন্সেলোত্তি জমানা শুরু। তবে কি নেইমারের শেষের শুরুও? আগামী মাসে বিশ্বকাপ বাছাইপর্বের দুটি ম্যাচের জন্য ২৬ জনের দল ঘোষণা করেছেন রিয়াল মাদ্রিদের প্রাক্তন কোচ। আর তাতে ডাকই পাননি চোট থেকে এখনো পুরোপুরি সেরে না ওঠা নেইমার। দলে তিনি ফিরিয়েছেন অভিজ্ঞ কাসেমিরোকে। ৩৩ বছর বয়সী মিডফিল্ডার প্রায় এক বছর পর ফিরেছেন জাতীয় দলে। নেইমার কেন ডাক পাননি, তার কারণও ব্যাখ্যা করেছেন কার্লো আন্সেলোত্তি। একটাই কারণ জানিয়েছেন, নেইমার আন্তর্জাতিক ম্যাচ খেলার জন্য এখনও পুরোপুরি ফিট নন।

সদ্য চোট থেকে উঠেছেন। ম্যাচ ফিটনেস করে মাঠে ফিরতে তার সময় লাগবে। সেই সময়টা দিতে চান আন্সেলোত্তি। তাঁর আশা, আগামী বিশ্বকাপে নেইমারের পুরো সার্ভিস তিনি পাবেন। আন্সেলত্তি জানিয়েছেন, তিনি এমন খেলোয়াড়দের দলে নিয়েছেন যারা বর্তমানে ভালো ফর্মে রয়েছে এবং যাদের ফিটনেস আছেন। তিনি বলেন, ‘নেইমার সম্প্রতি চোট থেকে ফিরেছে। আমরা সবাই জানি সে কতটা গুরুত্বপূর্ণ খেলোয়াড় এবং আমরা তার ওপর ভরসা রাখি।’ এটাও স্পষ্ট করেছেন যে, নেইমারকে দলের বাইরে রাখা মানে তাকে পুরোপুরি বাদ দেওয়া নয়; বরং তিনি তাকে বিশ্বকাপের জন্য প্রস্তুতি নেওয়ার সময় দিতে চান। আগামী সেপ্টেম্বরে চিলি ও বলিভিয়ার বিপক্ষে ম্যাচে (৯ ও ১৪ সেপ্টেম্বর) নেইমার দলে ফিরতে পারেন।

যদিও তখনও পর্যন্ত তার ফিটনেসের কী অবস্থা হয় তার ওপর নির্ভর করছে। ৩৩ বছর বয়সী নেইমার এখনও পর্যন্ত তিনটি বিশ্বকাপে খেলেছেন এবং ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতার গোল সংখ্যা ৭৯টি। ২০২৩ সালের অক্টোবর থেকে নেইমার জাতীয় দলের বাইরে রয়েছে। ওই সময় আন্তর্জাতিক দায়িত্ব পালনকালে তিনি বাঁ পায়ের এসিএল ও মেনিসকাস চোটে পড়েন। আগামী ৫ জুন ইকুয়েডর ও ১০ জুন প্যারাগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলবে ব্রাজিল। ১৪ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে ব্রাজিল এই মুহূর্তে আছে চারে। শীর্ষ ছয়টি দল সরাসরি খেলবে ২০২৬ বিশ্বকাপে। সুযোগ আছে সপ্তম দলটিরও। তবে সেক্ষেত্রে আন্তঃমহাদেশীয় প্লে-অফ খেলতে হবে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *