সিনারকে উড়িয়ে ইউএস ওপেন আলকারাজের, ফিরে পেলেন সিংহাসন

0

স্পোর্টস ডেস্ক: ফ্ল্যাশিং মিডোয় তারুণ্যের জয়গান। স্প্যানিশ আর্মাডায় ধ্বংস হয়ে গেল ইতালির দুর্গ। চার সেটের লড়াইয়ে সিনারকে হারিয়ে ইউএস ওপেন চ্যাম্পিয়ন হলেন আলকারাজ। সিনার যিনি চলতি বছর চারটি গ্র্যান্ড স্ল্যামেরই ফাইনালে উঠেছেন, জিতেছেন দুটি। এই ম্যাচে নামার আগে বিশ্বের এক নম্বর টেনিস তারকাও ছিলেন তিনি। সেই সিনারকে রীতিমত উড়িয়ে দিলেন আলকারাজ। স্কোরলাইন ৬-২, ৩-৬, ৬-১, ৬-৪। এই জয়ের পাশাপাশি তিনি শুধুমাত্র টুর্নামেন্টের খেতাবই জয় করলেন না। বিশ্বের ১ নম্বরের সিংহাসনও কেড়ে নিলেন। সেপ্টেম্বর ২০২৩-এর পর প্রথমবার আলকারাজ ফিরলেন এক নম্বরে। 

চলতি বছর চারটি গ্র্যান্ড স্ল্যামের দুটি জিতলেন আলকারাজ (ফরাসি ওপেন ও ইউএস ওপেন), বাকি দুটি সিনারের (অস্ট্রেলিয়ান ওপেন ও উইম্বলডন) দখলে। পুরুষদের সিঙ্গলসে শেষ ১১টি গ্র্যান্ড স্লামের মধ্যে ১০টি নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছেন দুই তারকা। আলকারাজ ছয়টি, সিনার চারটি। দুই তারকার দ্বৈরথকে ‘সিন-কারাজ’ নামে ডাকা শুরু করেছেন টেনিস ভক্তেরা। কয়েক মাস আগে ফরাসি ওপেনের ফাইনালে সিনারের বিরুদ্ধে দু’টি ম্যাচ পয়েন্ট বাঁচিয়ে ফিরেছিলেন আলকারাজ। পাঁচ সেটের লড়াই জিতে চ্যাম্পিয়ন হয়েছিলেন তিনি। খেলা চলেছিল সাড়ে ৫ ঘণ্টা। দু’মাস আগে উইম্বলডনেও আলকারাজ প্রথম সেট জেতার পর টানা তিন সেট জিতে চ্যাম্পিয়ন হয়েছিলেন সিনার। সেই ম্যাচও ৩ ঘণ্টার বেশি হয়েছিল।

ভক্তরা তেমনই কঠিন লড়াই আশা করেছিলেন, কিন্তু হয়েছে উল্টোই। একপেশে লড়াই। চাঁদের হাট আর্থার অ্যাশ স্টেডিয়ামে রবিবার প্রবলতর প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে বছরের দ্বিতীয় মেজর ঘরে তুলতে আলকারাজ সময় নিলেন মাত্র ২ ঘণ্টা ৪২মিনিট।  এই জয়ের ফলে অস্ট্রেলিয়ান ওপেনে খালি হাত ছাড়া বাকি তিনটি মেজরের সবক’টিতেই জোড়া খেতাব হয়ে গেল আলকারাজের। আর বিশ্বের চতুর্থ প্লেয়ার হিসেবে তিনটি সারফেসেই (হার্ড কোর্ট, ক্লে কোর্ট, গ্রাস কোর্ট) একাধিক মেজর খেতাবের নজির গড়ে ফেললেন তিনি। এই নজিরে তাঁর নাম জুড়ল রাফায়েল নাদাল, নোভাক জকোভিচ ও ম্যাটস উইলান্ডারের মত কিংবদন্তিদের সঙ্গে।ফাইনাল দেখতে হাজির হয়েছিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর কারণে নিরাপত্তা বাড়ানোয় ম্যাচ শুরু করতে দেরি হয়েছে বেশ কিছুক্ষণ।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *