আবার বৃষ্টি! নবমী-দশমী কি ভাসবে? কী বলছে আবহাওয়া দফতর

0

ট্রেন্ডিং: পুজোয় কতটা ভাসবে কলকাতা, কতটা ভাসবে জেলা এই আশঙ্কা ছিলই। এরইমধ্যে এক নিম্নচাপ সরে যাওয়ায় ষষ্ঠী-সপ্তমী দারুণ উপভোগ করার সুযোগ পেয়েছে শহরবাসী। মণ্ডপে মণ্ডপে ছিল উপচে পড়া ভিড়। অষ্টমীর সন্ধেতেও দেখা গেছে একই ছবি। তবে আর নয়। অষ্টমীর রাত যত বাড়ছে, ততই মুখ ভার হচ্ছে আকাশের। খারাপ খবরই শুনিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

উত্তর আন্দামান সাগরে ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে যা নবমীতে অর্থাৎ বুধবারের মধ্যে নিম্নচাপে এবং ক্রমশ তা গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং উত্তর পশ্চিমবঙ্গ এলাকায় তৈরি এই নিম্নচাপ ৩ তারিখে উড়িষ্যা উপকূলের দিকে অগ্রসর হবে। ফলে বুধবার ও বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে আকাশ মেঘলা এবং বৃষ্টির সম্ভাবনা আছে। আগামী ২৪ ঘন্টায় দক্ষিণবঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে।

বুধবার দক্ষিণ বঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা রয়েছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ ২৪ পরগনা পূর্ব মেদিনীপুর এবং হাওড়াতে। কলকাতা উত্তর ২৪ পরগনা হুগলি বাঁকুড়া পূর্ব বর্ধমান বাঁকুড়া এবং নদিয়া জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।। উত্তরবঙ্গেও বুধবার বজ্র গর্ভ মেঘ ও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আবহাওয়া মিললে পুজোয় বৃষ্টিতে শেষদিন দুর্ভোগ বাড়বে দর্শনার্থীদের।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *