যুবভারতীতে ডুরান্ডের উদ্বোধনে মুখ্যমন্ত্রী, টিকিট বন্টনের কথা জানালেন ক্রীড়ামন্ত্রী

0

 



আগামী ২৩ জুলাই থেকে শুরু হচ্ছে ঐতিহ্যবাহী টুর্নামেন্ট ডুরান্ড কাপ। যুবভারতী স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একাধিক আইএসএল দল নাম তুলে নিলেও, বাংলা থেকে অংশ নিচ্ছে চার দল। তিন প্রধান মোহনবাগান, ইস্টবেঙ্গল, মহমেডান ছাড়াও খেলবে ডায়মন্ডহারবার এফসি। মোট ২৪ দলের টুর্নামেন্ট। তারমধ্যে রয়েছে ছ’টি আইএসএলের ক্লাব এবং ছ’টি নতুন ক্লাব। মোট পাঁচ রাজ্যে হবে ডুরান্ড কাপ। ১৫টি ম্যাচ কলকাতায় হবে। তারমধ্যে ৯টি হবে যুবভারতীতে। ৬টি কিশোর ভারতী স্টেডিয়ামে। ২৩ আগস্ট ফাইনাল কলকাতায়। টিকিট বন্টন নিয়ে প্রতিবারই অভিযোগ ওঠে এই ডুরান্ড কাপে। এবার ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস জানিয়ে দেন, কোন দলের বরাদ্দে কত সৌজন্য টিকিট থাকছে। যুবভারতীতে ডার্বি ছাড়া অন্যান্য ম্যাচে মোহনবাগান, ইস্টবেঙ্গল, মহমেডান এবং ডায়মন্ড হারবার ক্লাব ৫০০০ সাধারণ টিকিট পাবে। আইএফএ ১২০০ সাধারণ টিকিট পাবে। ডার্বিতে কলকাতার চার ক্লাব ৫০০০ সাধারণ টিকিট পাবে। ডার্বিতে অন্যান্য দলগুলোকে ৫০০ করে টিকিট দেওয়া হবে। কিশোর ভারতীর ম্যাচে ২০০০ সাধারণ টিকিট পাবে কলকাতার চার ক্লাব। আইএফএ ৫০০০ সাধারণ টিকিট পাবে। ডার্বিতে ৬৫ হাজার টিকিট বাজারে ছাড়ার কথা জানানো হয়। এছাড়াও একধাক্কায় অনেক টাকা পুরস্কারমূল্যও বাড়ানো হয়েছে। ডুরান্ড কাপের পুরস্কার মূল্য প্রায় তিনগুণ বাড়ানো হয়েছে। ১.২ কোটির জায়গায়, ৩ কোটি টাকা দেওয়া হবে। এই টুর্নামেন্ট প্রসঙ্গে লেফটেন্যান্ট জেনারেল মোহিত মালহোত্রা বললেন, ‘আমি অত্যন্ত আনন্দের সঙ্গে ঘোষণা করছি, এবারের টুর্নামেন্টে পুরস্কার মূল্য প্রায় তিনগুণ বাড়ানো হয়েছে। গত বছর টুর্নামেন্টের মোট পুরস্কার মূল্য যেখানে ১.২ কোটি টাকার মধ্যেই ছিল, সেটা এবার ৩ কোটি টাকা করা হয়েছে। পাশাপাশি তিনটে একক পুরস্কার প্রাপককে SUV গাড়ি দেওয়া হবে। আশা করা যায়, দেশের সেরা ফুটবল প্রতিভাদের লড়াই এই টুর্নামেন্টে দেখতে পাওয়া যাবে।’ আগামী ২৩ জুলাই আয়োজিত প্রথম ম্যাচে ইস্টবেঙ্গল এফসি-র বিরুদ্ধে খেলতে নামবে সাউথ ইউনাইটেড এফসি। ডুরান্ডের সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। এরসঙ্গে ছিলেন ভারতীয় সেনার দুই কর্তা।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *