শাহরুখকে ছাড়িয়েছিলেন জেল থেকে, ‘সাইয়ারা’র চর্চার মাঝেই আলোচনায় আহান পান্ডের বাবা

0

এন্টারটেইনমেন্ট ডেস্ক:

‘সাইয়ারা’ ছবির হাত ধরে এই মুহুর্তে চর্চায় নবাগত আহান পাণ্ডে। মোহিত সুরি পরিচালিত এই ছবি বক্সঅফিসে যথেষ্ট প্রশংসিত। নেটিজেনদের অনুমান, আহানই আগামী দিনের তারকা। তবে ছেলের চর্চার মাঝেই আলোচনায় উঠে এলেন আহানের বাবা চিক্কি পাণ্ডে। এক কালে শাহরুখ খানকে জেল থেকে ছাড়িয়ে এনেছিলেন তিনি। জানেন কি তাঁর আসল পরিচয়?

বিশিষ্ট সার্জেন শরদ পান্ডের ছেলে এবং অভিনেতা চাঙ্কি পান্ডের ভাই হলেন চিক্কি পাণ্ডে। ব্যক্তিগত জীবনে তাঁর পরিশ্রমের মাধ্যমেই নাম কামিয়েছেন অনেক। প্রভাবশালী এই শিল্পপতির বলিউডের অন্দরমহলে যাওয়া-আসা চলে অবাধে। ‘কিং খান’ শাহরুখের সঙ্গে প্রায় তিন দশকের বন্ধুত্ব।

তখন ১৯৯৪ সাল। এক সাংবাদিককে হুমকি দেওয়ার কারণে জেলবন্দি হতে হয়েছিল শাহরুখকে। তখন চিক্কিই ছাড়িয়ে এনেছিলেন তাঁকে। সঙ্গ দিয়েছিলেন নানা পটেকরও। চিক্কির ছেলে আহানও শাহরুখের ছেলে আরিয়ান খানের ভীষণ ভাল বন্ধু।

এখানেই শেষ নয়। বহু আলোচিত শাহরুখ এবং সলমন খানের মধ্যে সমস্যা মিটিয়ে নেওয়ার অন্যতম কান্ডারী ছিলেন এই চিক্কি। ২০০৮ সালে শাহরুখ এবং সলমনের ঝগড়ার পর তাদের মধ্যে আবার দূরত্ব মেটে চিক্কির হাত ধরেই। ২০১৩ সালে বাবা সিদ্দিকীর ইফতার পার্টিতে দুজনকে পাশাপাশি বসিয়ে কথা বলান তিনি। তারপরেই সব সমস্যার সমাধান। তাঁর বন্ধু তালিকার মধ্যে রয়েছেন সোহেল খানও। বোঝাই যায় খান পরিবারের সঙ্গে বেশ ভালই সখ্য চিক্কির।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *