অমাল-আরমান,নেহা-সোনুর পথেই চিঙ্কি-মিঙ্কি! আর একসঙ্গে কাজ করবেন না দুই বোন
এন্টারটেইনমেন্ট ডেস্ক: সম্পর্কের গভীরতা কি ক্রমশ ফিকে হয়ে পড়ছে এই প্রজন্মে? লাইম লাইটের তীব্রতার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ইঁদুরদৌড়? বলিউডে বদলাতে থাকা একের পর এক ভাইবোন এবং সম্পর্কের সমীকরণ প্রশ্ন তুলছে এমনই।
কিছুদিন আগেই অমাল-আরমান মালিকের পারিবারিক ভাঙন এবং দুই ভাইয়ের মধ্যে বিচ্ছেদের খবরে নড়ে বসেছিল বলিউড। তার কিছু দিন পরেই আরও এক বিচ্ছেদের গুঞ্জন। খ্যাতনামী গায়িকা নেহা কক্করের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন নাকি তাঁর বোন সোনু কক্কর! সেই সবের রেশ কাটতে না কাটতেই এর স্মৃতি উস্কে দিল ফের বিনোদন দুনিয়ার আরও এক চর্চিত দুই যমজ বোনের জুটি।

সুরভি এবং সমৃদ্ধি -এই নামে তাঁরা যত না পরিচিত, নেটমহল তাঁদের বিশেষ করে চেনে ‘চিঙ্কি-মিঙ্কি’ নামেই।কিছু মাস আগেই কলকাতা এসেছিলেন। সেখানেও জুটিতে ধরা দিয়ে নানা মজার মুহূর্ত ক্যামেরাবন্দি করেছেন দু’জনে।তাঁদের মজাদার কন্টেন্ট, সমাজমাধ্যমে তাঁদের জুটির মতোই অত্যন্ত জনপ্রিয়। অনুরাগী সংখ্যা ১২ লাখেরও বেশি। এই অনুরাগীদেরই মন ভাঙলেন শেষে!
সমাজমাধ্যমে স্পষ্ট জানালেন, আর একসঙ্গে কাজ করতে চান না তাঁরা।
গত বৃহস্পতিবার ইনস্টাগ্রামে চিঙ্কি-মিঙ্কি পোস্ট করে লেখেন তাঁদের পথ আলাদা হওয়ার খবর।
সেই পোস্টে লেখা, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আমরা জুটি হিসেবে আর কাজ করব না। আমাদের দু’জনের পথ আলাদা হল। এ বার আমরা নিজেদের মতো করে আলাদাভাবে নতুন সফর শুরু করছি।’
সুরভি এবং সমৃদ্ধির এমন খবরে মন ভেঙেছে অনুরাগীদের। তাঁদের একই সঙ্গে সংলাপ বলার ধরন, কমিক সেন্স, সব কিছুই দেখতে খুবই পছন্দ করতেন দর্শক। এ বার দুই যমজ বোনের এই ভাবে আলাদা হওয়ার খবরে বেশ নড়ে চড়ে বসেছেন তাঁরা।