জীতু-দিতিপ্রিয়ার সমস্যা মেটাতে বসছে মিটিং, তাই সোমবার বন্ধ ‘চিরদিনই তুমি যে আমার’-এর শুটিং!
জীতু কমল এবং দিতিপ্রিয়া রায়ের বিতর্ক যেন থামছেই না। শোনা যায়, ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকের সেটে সবার সামনে ঘটেছিল সব ঘটনা। শুটিং ফ্লোরে মাত্র কয়েক মিনিট দেরিতে এসেছিলেন দিতিপ্রিয়া। তাতেই মেজাজ হারান অভিনেতা। নায়িকা আসার পরেই সেট ছাড়েন নায়ক। সেখান থেকে যত সমস্যার শুরু। এখন সমাজমাধ্যম জুড়ে জীতু ভক্তদের একটাই বার্তা ‘বয়কট অপর্ণা’।

বিতর্কে এখনও পর্যন্ত মুখ খোলেননি নায়িকা বা নায়কের কেউই। খালি একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট লিখেছিলেন জীতু। তার পর আরও বেশি দিতিপ্রিয়ার বিরুদ্ধে সমালোচনার ঝড়। কেউ লিখেছেন, “অপর্ণাকে অবিলম্বে বয়কট করা হোক।” কেউ কেউ আবার লিখেছেন, “আর্যর বিপরীতে আমরা দিতিপ্রিয়াকে দেখতে চাই না। অন্য নায়িকাকে আনুন।” এক দিকে তাঁদের ঝামেলায় যেমন সরগরম সমাজমাধ্যম। তেমনই আবার ধারাবাহিকেও চলছে টানটান উত্তেজনা। অপর্ণা-আর্যর বিয়ে দেখার জন্য অপেক্ষায় দর্শক। সেখানে এই গল্প আর সম্প্রচারিত হবে কিনা সেটাই এখনও বিশ বাঁও জলে।

সোমবার প্রযোজনা সংস্থার সঙ্গে মিটিংয়ে বসবে জীতু এবং দিতিপ্রিয়া এবং তাঁদের টিম। সেখানেই আলোচনার মাধ্যমে ঠিক হবে এই ধারাবাহিকের ভবিষ্যৎ শেষ পর্যন্ত কী দাঁড়াবে। এই কারণেই সম্ভবত সোমবার বন্ধ রয়েছে ধারাবাহিকের শুটিং। তবে দর্শক কোনও ভাবেই চায় না ধারাবাহিক বন্ধ হয়ে যাক। এই বিতর্ক প্রকাশ্যে আসতেই ফেসবুকে কী লিখেছিলেন জীতু? তিনি লেখেন, “এবার সত্যিই আমি নিজেই প্রশ্নের মুখে পড়েছি,আমার কি কোনও আত্মসম্মান নেই??তাই আমিও কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হলাম।আমার কারুর প্রতি বিশেষ কোনও অভিযোগ নেই।” তবে এখনও পর্যন্ত জীতু-দিতিপ্রিয়া কোনও মন্তব্য করেননি।
