ট্রাম্পকে জার্সি উপহার দিয়ে বিশেষ বার্তা দিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

0

স্পোর্টস ডেস্ক: ইজরায়েল ও ইরানের যুদ্ধ নিয়ে সন্ত্রস্ত গোটা বিশ্ব। এরমধ্যেই কানাডায় জি-৭ সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উপহার পেলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সই করা জার্সি।রোনাল্ডোর হয়ে জার্সিটা উপহার দিয়েছেন ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট অ্যান্তোনিও কোস্তা। যুদ্ধের উত্তেজনার মধ্যেই শান্তির বার্তা মোড়ানো বিশেষ এক জার্সি উপহারই পেলেন ট্রাম্প।

আসলে, জার্সিতে সই করে বিশেষ বার্তাও দিয়েছেন রোনাল্ডো। জার্সিতে লেখা রয়েছে, ‘প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বলছি, শান্তির জন্য খেলছি’। তার নীচে রয়েছে রোনাল্ডোর সই। পরে কোস্তাও সেই ছবি সমাজ মাধ্যমে শেয়ার করে লিখেছেন, ‘আমরা একই দলে লড়ছি’। পর্তুগিজ নাগরিক কোস্তা ২০২৪ সাল থেকে ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন। গত সোমবার কানাডার আলবার্টার কানানাস্কিস শহরে যান তিনি। সেখানে এক ব্যক্তিগত বৈঠকে ট্রাম্পের হাতে রোনাল্ডোর ৭ নম্বর জার্সিটি তুলে দেন প্রাক্তন পর্তুগিজ প্রধানমন্ত্রী। ৭৯ বছর বয়সী ট্রাম্প দু’হাতে জার্সিটা ধরে বলেন, ‘আমার ভালো লাগছে, শান্তির জন্য খেলা।’ ট্রাম্পকে জার্সি উপহার দেওয়ায় অনেকে রোনাল্ডোর প্রশংসা করলেও কেউ কেউ রাজনৈনিক দৃষ্টিভঙ্গিতে সমালোচনাও করেছেন। যদিও এই উপহার কূটনৈতিকভাবে শান্তির বার্তা হিসেবেই দেখা হচ্ছে, যেখানে ফুটবল হয়ে উঠছে রাষ্ট্রীয় সৌহার্দ্যের অন্যতম প্রতীক।

৪০ বছর বয়সী রোনাল্ডো আগামী বছর কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রে হতে যাওয়া ফিফা বিশ্বকাপে পর্তুগালের হয়ে খেলবেন বলেই সবাই জানে।আপাতত ৪০ বছর বয়সী রোনাল্ডো এখন সৌদি আরবের ক্লাব আল নাসরের হয়ে খেলছেন। সম্প্রতি পর্তুগালের হয়ে নেশনস লিগ জিতেছেন। শোনা যাচ্ছিল, আল নাসর ছেড়ে অন্য ক্লাবে যেতে পারেন সিআর৭। তবে নেশনস লিগ জেতার পর সেই সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন রোনাল্ডো।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *