বিমানবন্দরে উষ্ণ আলিঙ্গন! তবে কি শত্রুতা কাটিয়ে এ বার বন্ধুত্বের হাত বাড়াচ্ছেন রণবীর-দীপিকা?
এন্টারটেইনমেন্ট ডেস্ক: শনিবার সাত-সকালে মুম্বই বিমানবন্দর দেখল এক বিরল মুহূর্ত। বহু বছর পর ফের এক ফ্রেমে ধরা দিলেন বলিউডের একসময়ের সবচেয়ে চর্চিত জুটি – দীপিকা পাড়ুকোন এবং রণবীর কাপুর। এখন তাঁরা দু’জনেই সংসারী, একজনের জীবনে আলিয়া ভাট ও কন্যা রাহা, অন্যজনের ঘরে স্বামী রণবীর সিং এবং কন্যা দুয়া। তবু তাঁদের ঘিরে জল্পনা আজও থামে না। শনিবারের হঠাৎ সাক্ষাতে সেই জল্পনার আগুনে ঘি পড়ল।
সময় নাকি সব ক্ষত নিরাময় করে। বিমানবন্দরে এই প্রাক্তন জুটির সাক্ষাতে যেন সেই কথাই আবার প্রমাণিত হল। তাঁদের দেখা এ বারও ভক্তদের হৃদয় ছুঁয়ে গেল। ধূসর কো-অর্ডে দীপিকা, কালো স্টাইলিশ পোশাকে রণবীর—উভয়েই মাত্র কয়েক মিনিটের ব্যবধানে হাজির। ধূসর পোশাকে দীপিকা যখন ইলেকট্রিক শাটলে করে লাউঞ্জের দিকে যাচ্ছিলেন, কালো পোশাকে স্টাইলিশ মুডে থাকা রণবীরকে দেখেই গাড়ি থামিয়ে দেন। রণবীর এগিয়ে আসতেই দীপিকা তাঁকে উষ্ণ আলিঙ্গনে বাঁধেন। পাপারাজ্জিদের ক্যামেরাবন্দি সেই মুহূর্তেই ভাইরাল হলো নেটপাড়ায়। চোখের ঝলক আর মিষ্টি হাসি নিয়ে শাটলে দু’জনকে এক ফ্রেমে কথা বলতে দেখে পুরনো দিনের ‘রসায়নটা এখনও অটুট’ বলে মন্তব্য করলেন নেটিজেনরা।

এই আকস্মিক ‘বিরল মুহূর্ত’ দেখে ভক্তরা কেউ নতুন সিনেমার আশায় বুক বাঁধছেন, তো কেউ আবার খুঁজছেন পুরোনো প্রেমের গন্ধ। কেউ কেউ তো সরাসরি বলে দিলেন, হয়তো তাঁরা ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’ ছবির সিক্যুয়েলের জন্যই উড়ে গেলেন! যদিও জানা যায়, রণবীর তাঁর লাইফস্টাইল ব্র্যান্ডের একটি বিপণী উদ্বোধনে দিল্লি গিয়েছিলেন। ফেরার পথে দীপিকার সঙ্গে একই বিমানে মুম্বই ফেরেন তাঁরা, বিমানবন্দর থেকে বেরোনোর পথেও দেখা গেল তাঁদের বন্ধুত্বের ছাপ।
ভিডিওতে দেখা যায়, উভয়েই টার্মিনাল থেকে বেরিয়ে একে অপরের গাড়ির দিকে ইঙ্গিত করছেন। দীপিকা ছিলো অফ-হোয়াইট সালওয়ার স্যুটে, আর রণবীর পরেছিলেন সাদা শার্টের সঙ্গে হলুদ-অক্রে জ্যাকেট এবং কালো জিন্স। সেই মুহূর্তে আরও একবার আলিঙ্গন এবং বন্ধুত্বের দৃশ্য—যা প্রমাণ করে, ব্যক্তিগত জীবনের জটিলতার পরও পেশাদারিত্ব ও সৌহার্দ্য বজায় রাখা সম্ভব।
পাশাপাশি দীপিকার স্বামী রণবীর সিংয়ের সঙ্গে রণবীর কাপুরের সম্পর্ক বেশ বন্ধুত্বপূর্ণ। আবার রণবীর কাপুরের স্ত্রী আলিয়া ভাটের সঙ্গে রণবীর সিংয়ের বন্ধুত্বটি ‘গার্লফ্রেন্ড-লেভেল’-এর। তাঁদের এই সহজ, বিশ্বাসী সম্পর্ক ‘গালি বয়’ থেকে ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’— প্রতিটি ধাপেই মজবুত হয়েছে। এই চারজন এখন এমন এক পেশাগত ও ব্যক্তিগত বৃত্তে রয়েছেন যেখানে এই ধরনের পারস্পরিক সৌজন্য ও আড্ডা বেশ স্বাভাবিক।
তবুও, রণবীরের ব্র্যান্ড লঞ্চের পর তাঁদের একসঙ্গে ফিরে আসাটা কি কেবলই কাকতালীয়, নাকি সঞ্জয় লীলা বনশালি পরিচালিত আসন্ন ছবি ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর জন্যই এই উড়ান? কারণ, সেই ছবিতে আলিয়া ভাট, রণবীর কাপুরের সঙ্গে ভিকি কৌশলও রয়েছেন। দীপিকারও সেখানে একটি ক্যামিও চরিত্রে থাকার কথা শোনা গিয়েছিল। সময়ের হাতেই লুকিয়ে আছে আসল উত্তর।