মা আইসিইউতে এখনও, জাতীয় দলের দায়িত্ব পালনে ইংল্যান্ড ফিরে যাচ্ছেন গম্ভীর

0




মা এখনো আইসিইউতে, কিন্তু জাতীয় দলের কর্তব্যও যে পালন করতে হবে! তাই মাকে দেখতে ভারতে ফিরে এসেও, ইংল্যান্ডে ফিরে যাচ্ছেন গৌতম গম্ভীর। আইসিইউতে থাকলেও, মায়ের অবস্থা স্থিতিশীল বলেই জানা গেছে। ক্রিকেট বিষয়ক জনপ্রিয় এক ওয়েবসাইটের খবর, গত কয়েক দিনে গম্ভীরের মায়ের শারীরিক পরিস্থিতির উন্নতি ঘটেছে। ১১ জুন গৌতম গম্ভীরের মা সীমা গম্ভীর হৃদরোগে আক্রান্ত হন। তাঁকে আইসিইউ-তে ভর্তি করা হয়। খবর পেয়ে গম্ভীর ১৩ তারিখ তড়িঘড়ি ভারতে ফিরে আসেন। সেই সময়ে জানা গিয়েছিল ১৭ তারিখ গম্ভীর ইংল্যান্ডে গিয়ে দলের সঙ্গে যোগ দেবেন। অবশেষে সেটাই হচ্ছে।
সোমবার রাতে দিল্লি থেকে ফের রওনা দেবেন গম্ভীর। মঙ্গলবারই ইংল্যান্ডে পৌঁছে দলের ব্যাটিং অর্ডার নিয়ে কাজ শুরু করতে হবে। কারণ, হাতে প্রায় সময় নেই। প্রায় ছয় মাস বিরতির পর টেস্ট খেলতে নামছে টিম ইন্ডিয়া। এর মধ্যেই টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন বিরাট কোহলি ও রোহিত শর্মা। নতুন অধিনায়ক শুভমন গিলের নেতৃত্বে ভারতের ব্যাটিং লাইনআপ কী রূপ পাবে, তার বড় পরীক্ষা হবে ২০ জুন শুরু প্রথম টেস্টে। আট বছর পর জাতীয় দলে ফেরা করুন নায়ার, দুই তরুণ ধ্রুব জুরেল ও অভিমন্যু ঈশ্বরন এবং দুই সিম বোলিং অলরাউন্ডার নীতীশ কুমার ও শার্দূল ঠাকুরদের একাদশে রাখা নিয়ে সিদ্ধান্ত নিতে হবে গম্ভীরকেই। ঠিক করতে হবে ব্যাটিং লাইন আপও।গম্ভীরের অনুপস্থিতিতে রায়ান টেন দুশখাতে, সীতাংশু কোটাক, মর্নি মরকেল প্লেয়ারদের ট্রেনিং দিয়েছেন। এমনকি অন্য কাজে গিয়ে গম্ভীরের অনুপস্থিতিতে পরিস্থিতি কিছুটা সামাল দেন ভিভিএস লক্ষ্মণও।যদিও তাঁকে সরকারিভাবে নিয়োগ করা হয়নি বিসিসিআইয়ের পক্ষ থেকে।নির্বাচন কমিটির প্রধান অজিত আগরকর সেখানেই রয়েছেন। ভারত বনাম ভারতের এ দলের মধ্যে প্রস্তুতি ম্যাচে থাকতে পারেননি গম্ভীর।তবু সিরিজে তরুণ ব্রিগেড ভাল ফল করবে বলেই মনে করছে ম্যানেজমেন্ট। ইংল্যান্ডে পাঁচ টেস্টের সিরিজ জিততে মরিয়া ভারত।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *