ফুল বেচে ইডলি খাওয়া, ধনুষের শৈশবের কথা শুনে নেটনাগরিকদের সন্দেহের সুর

0

এন্টারটেইনমেন্ট ডেস্ক: কেটেছে বহু বছর। এক দিকে তিনি যেমন অভিনয় করছেন, তেমনই গান গেয়ে মন জয় করেছেন তাঁর অনুরাগীদের। পরিচালনা থেকে প্রযোজনাতেও তার ছাপ রেখেছেন। দক্ষিণী সিনেমার অন্যতম জনপ্রিয় মুখ ধনুষ। সম্প্রতি তাঁর পরিচালিত ও অভিনীত ছবি ‘ইডলি কড়াই’ অডিয়ো লঞ্চ অনুষ্ঠানে এসেছিলেন তিনি। সেইখানেই কথাপ্রসঙ্গে তাঁর ছেলেবেলার একটি গল্প ভাগ করে নিয়েছিলেন দর্শকদের সঙ্গে। তিনি জানালেন ছেলেবেলায় ফুল বিক্রি করে ইডলি কিনতে হত তাঁকে, জানালেন অভিনেতা। যদিও নেটদুনিয়ার অনেকেই এই কথা এত সহজে মানতে চাইছেন না। 

তিনি বললেন, “ছোটবেলায় রোজ ইডলি খেতে ইচ্ছা করত। কিন্তু কেনার পয়সা ছিল না। সেই টাকা জোগাড় করতে ভোর ৪টেয় ঘুম থেকে উঠতাম। তার পরে ২ ঘণ্টা ধরে আমি, বোন আর অন্য ভাইবোনেরা মিলে পাড়ার সকলের বাড়ি থেকে ফুল জোগাড় করে বিক্রি করতাম। যে যত পরিমাণ ফুল জোগাড় করতে পারত, সেই অনুযায়ী লাভের ভাগ পেত।”

তিনি আরও জানালেন, ‘নিজেদের রোজগারের টাকায় ইডলি খাওয়ার সেই তৃপ্তি এখন বড় বড় রেস্তরাঁয় গিয়েও মেলে না। ইডলি খাওয়ার সেই সাধ-ই আজকের এই ছবির নামের অনুপ্রেরণা।’

কিন্তু অনলাইনে শোরগোল অন্য। অনেকেই প্রশ্ন তুললেন, ‘পরিচালক কস্তুরী রাজার ছেলে ধনুষের শৈশবে আর্থিক টানাটানি কোথা থেকে এল!’ কেউ লিখলেন, ‘যখন উনি আট-ন’বছরের, তখনই বাবার একাধিক ছবি মুক্তি পেয়ে গিয়েছে। ইডলির দাম জোগাড় করতে ফুল বিক্রি করতে হত— এটা বিশ্বাসযোগ্য নয়।’ অন্যজনের মন্তব্য,;পরিচালকের ছেলে হয়েও টাকার অভাব ছিল? পুরো বানানো গল্প।”

তবে আবার কেউ কেউ অভিনেতার কথায় খুঁজে পেয়েছেন নস্ট্যালজিয়ার সুর। 

আগামী ১ অক্টোবর মুক্তি পাবে ধনুষ পরিচালিত ও অভিনীত ‘ইডলি কড়াই’, সঙ্গে নিথ্যা মেনেন, অরুণ বিজয়, শালিনী পাণ্ডে-সহ আরও অনেকে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *