৮০ তে প্রয়াত! ‘রোটি কপড়া অউর মকান’ ছেড়ে চলে গেলেন ধীরজ কুমার

0

এন্টারটেইনমেন্ট ডেস্ক: ‘হীরা পান্না’ থেকে শুরু করে ‘সরগম’, দর্শকদের কাছে এখনও বহু পরিচিত নাম তিনি। নিজের ‘রোটি কপড়া অউর মকান’ ছেড়েই চলে গেলেন জনপ্রিয় প্রযোজক-অভিনেতা ধীরজ কুমার।

দীর্ঘদিন ধরেই ভুগছিলেন নিউমনিয়ার মতো সমস্যায়। সোমবার তাঁকে হাসপাতালে ভর্তি করা হয় আশঙ্কাজনক অবস্থায়। মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮০।

ধীরজ কুমারের প্রয়াণে শোকের ছায়া বিনোদন জগতে। এই জগতেই তাঁর হাতেখড়ি হয় ১৯৬৫ সালে। সেই সময় তাঁর লড়াই ছিল রাজেশ খান্না এবং সুভাষ ঘাইয়ের সঙ্গে। হ্যাঁ, একটি ট্যালেন্ট শোয়ের হাত ধরেই শুরু হয় এই তিনজনের যাত্রা। প্রায় ১০০০০ জনের মধ্যে দিয়ে উঠে এসেছিলেন তাঁরা।

১৯৭০ সালে অভিনেতা হিসেবে আত্মপ্রকাশ করেন ধীরজ। নিজস্ব টেলিভিশন প্রোডাকশন কোম্পানি ‘ক্রিয়েটিভ আই’ শুরু করার আগে কাজ করেছেন প্রায় ২০টিরও বেশি পাঞ্জাবি ছবিতে। এই প্রযোজনা সংস্থার অধীনে ১৯৯৭ সালে মুক্তি পায় ‘ওম নম শিবায়’, ২০০৬ সালে ‘ঘর কি লক্ষ্মী বেটিয়ান’ এবং মাত্র ৬ বছর আগে ‘ইস্ক আজ কাল’।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *