শারীরিক ও মানসিক অত্যাচার! সঞ্জয়ের সঙ্গে বিচ্ছেদের পর দ্বিতীয় বিয়ে করতে চেয়েছিলেন করিশ্মা?
এন্টারটেইনমেন্ট ডেস্ক: যতটা ঝলমলে ছিল তাঁর অভিনয়জীবন, ততটাই তিক্ত সম্পর্কের মধ্যে দিয়ে গিয়েছেন করিশ্মা কাপুর। কিছুদিন আগেই প্রয়াত হয়েছেন তাঁর প্রাক্তন স্বামী সঞ্জয় কাপুর। আর তার পর থেকেই নতুন করে চর্চায় তাঁদের দাম্পত্য জীবন।
২০০৩ সালে সঞ্জয়ের সঙ্গে গাঁটছড়া বাঁধেন করিশ্মা। যদিও সেই দাম্পত্যজীবন খুব বেশি বছর স্থায়ী হয়নি। ২০০৫ সালেই নাকি আলাদা হতে চেয়েছিলেন তাঁরা। তারকা দম্পতির সম্পর্কের সমীকরণ নিয়ে কম আলোচনা হয়নি একসময়। এক সাক্ষাৎকারে করিশ্মা নিজেই জানিয়েছিলেন, বিয়ের পরের দিন থেকেই তাঁর স্বামী সঞ্জয় এবং শ্বশুরবাড়ির লোকজন তাঁর উপর মানসিক অত্যাচার করতে আরম্ভ করেন।
এখানেই শেষ নয়। করিশ্মা জানিয়েছিলেন, মধুচন্দ্রিমার রাতে নাকি তাঁর স্বামী তাঁর বন্ধুর শয্যাসঙ্গিনী হওয়ারও প্রস্তাব দিয়েছিলেন। এমনকি ওই বন্ধুর কাছে করিশ্মার মূল্য পর্যন্ত নির্ধারণ করেছিলেন। এমন ভয়ঙ্কর প্রস্তাবে রাজি না হওয়ায় সঞ্জয় তাঁর উপর শারীরিক অত্যাচার আরম্ভ করেন। অভিনেত্রী আরও জানিয়েছিলেন, তাঁর সঙ্গে বিয়ের পরেও সঞ্জয় তাঁর প্রাক্তন স্ত্রীর সঙ্গে সম্পর্ক রেখেছিলেন। সেই নিয়েও মানসিকভাবে নানা অত্যাচার সহ্য করতে হত করিশ্মাকে। ২০১৬ সালেই পাকাপাকিভাবে ছাদ আলাদা হয় তাঁদের। তার পর থেকেই দুই সন্তানকে নিয়ে একার সংসার অভিনেত্রীর। এত বছরে একবারও আলোচনায় উঠে আসেনি করিশ্মার নতুন কোনও সম্পর্কের কথা। দ্বিতীয়বার বিয়ে কথা কি ভাবেননি অভিনেত্রী?
২০২২ সালে এক অনুরাগীকে দেওয়া করিশ্মার উত্তর এই মুহূর্তে ভাইরাল। সমাজমাধ্যমে এক অনুরাগী অভিনেত্রীর কাছে প্রশ্ন রেখেছিলেন, ‘আবার বিয়ে করবেন?’ মাত্র একটা শব্দেই উত্তর দিয়েছিলেন করিশ্মা, ‘ডিপেন্ডস্’। বাংলায় যার অর্থ দাঁড়ায়, ‘নির্ভর করছে’।