শনিবার সমাহিত করা হবে জোতাকে, লিভারপুল অমর করে রাখল জার্সি

0



গাড়ি দুর্ঘটনা। তাতেই সব শেষ। না ফেরার দেশে চলে গেছেন দিয়োগো জোতা ও তাঁর ভাই আন্দ্রে। ফুটবল জগতে এখন শোকের ছায়া। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, লিওনেল মেসি থেকে লিভারপুল-পর্তুগালসহ তারকা ফুটবলাররা সমাজ মাধ্যমে শোক প্রকাশ করেছেন জোতার মৃত্যুতে। মাত্র ২৮ বছর বয়সেই জীবনপ্রদীপ নিভেছে জোতার।আকস্মিক মৃত্যুর খবর পেয়ে লিভারপুলের ঘরের মাঠ অ্যানফিল্ডে ভিড় জমিয়েছেন ক্লাবের ভক্ত-সমর্থকেরা। অকালপ্রয়াত এই ফরোয়ার্ডের জন্য জোতার জার্সি অমর করে রাখার সিদ্ধান্ত নিয়েছে অলরেডরা। সমাজ মাধ্যমে লিভারপুল লিখেছে, ‘২০২৪-২৫ মরসুমে ২০তম প্রিমিয়ার লিগের ট্রফি জিতেছে লিভারপুল। খেতাব জয়ে তাঁর অবদানের জন্য ২০ নম্বর জার্সি থাকবে অমর হয়ে। এপ্রিলে মার্সিসাইড ডার্বিতে ভক্ত-সমর্থকদের সামনে জয়সূচক যে গোলটা করেছিলেন, সেটা তাঁর জীবনের শেষ গোল। এই গোল আজও হৃদয় ছুঁয়ে যায়।’ ২০১৯ থেকে ২০২৫ সাল পর্যন্ত পর্তুগাল জাতীয় দলের হয়ে ৪৯ ম্যাচে ১৪ গোল করেছেন জোতা। ২৮ বছর বয়সী এই তারকা ২০২০ থেকে ২০২৫ সাল পর্যন্ত ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লিভারপুলের হয়ে ১২৮ ম্যাচে ৪৭ গোল করেন। তাঁর জন্মশহর পর্তুগালের গোন্দোমারের প্রধান গির্জা ‘ইগ্রেজা মাতৃজ’-এ শনিবার শেষকৃত্য সম্পন্ন হবে দুই ভাইয়ের। যা পোর্তো শহর থেকে ৩৩ কিলোমিটার দূরে অবস্থিত। শুক্রবার শেষ শ্রদ্ধা জানানোর জন্য জোতার নিথর দেহ শায়িত ছিল। ভক্তরা তাঁকে শেষ শ্রদ্ধা জানান। জোতার চিকিৎসক পর্তুগিজ ফিজিওথেরাপিস্ট মিগেল গঞ্জালভেস জানান, ২০২৪ – ২০২৫ মরসুম শেষে ডান ফুসফুসে ছোটখাটো অস্ত্রোপচারের পর জোতাকে বিমানে না উঠে সড়ক পথে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। সেই নির্দেশ মেনেই সড়ক পথে যাচ্ছিলেন জোতা। মিগেল গঞ্জালভেস বলেন, ‘অস্ত্রোপচারের পর ফিজিওথেরাপির মাধ্যমে সে প্রায় পুরোপুরি সুস্থ হয়ে উঠেছিল। শেষবার দেখা করার সময় বলেছিল, ব্যথা আর নেই। সে লিভারপুলে ফিরে যাচ্ছিল।’

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *