স্নানঘর থেকে বেরিয়েই শোকে ‘পাথর’ ক্যানসার আক্রান্ত দীপিকা! কোন নতুন যন্ত্রণার মধ্যে নায়িকা?

0

এন্টারটেইনমেন্ট ডেস্ক: ক্যানসারের সঙ্গে লড়ছেন দীপিকা কক্কর। কম যন্ত্রণার মধ্য দিয়ে যেতে হচ্ছে না নায়িকাকে। প্রতিদিন স্নান সেরে বেরিয়ে শোকে নিশ্চুপ হয়ে থাকেন তিনি। টানা ১০-১৫ মিনিট কারও সঙ্গে কথা বলার মতো অবস্থায় থাকেন না। মারণ রোগের সঙ্গে লড়তে গিয়ে কেন ভেঙে পড়ছেন তিনি?

শুধু দীপিকাই নন, সাম্প্রতিক সময়ে অভিনেত্রী হিনা খানের কঠিন লড়াইয়ের খবর অনুরাগীদের অজানা নয়। ক্যানসারে আক্রান্ত তিনিও। প্রতিনিয়ত নতুন নতুন পার্শ্বপ্রতিক্রিয়া। অবশ্য সেই সব কিছুর সঙ্গে আপোস করে নিচ্ছেন দীপিকাও। শুধু একটি জিনিস ব্যতীত। ক্যানসার ধরা পড়ার শুরুর দিকে এক এক করে সব চুল বলিদান দিয়েছিলেন হিনা। প্রতিদিন গোছা গোছা চুল উঠছিল তাঁর। এমনকি চোখের পলকও সঙ্গ ছেড়েছিল তাঁর। এ বার এই একই যন্ত্রণার সম্মুখীন হচ্ছেন দীপিকা।

দীপিকা তাঁর ভ্লগে বলেছেন, “সারা দিন আজ বিশ্রাম করলাম। মন ভাল ছিল না। কিছু পার্শ্বপ্রতিক্রিয়া তো রয়েছে। সেগুলো অভ্যাস হয়ে গিয়েছে। কিন্তু চুল পড়ছে প্রবল ভাবে, ভয় হচ্ছে। আমি স্নান করে বেরোনোর পরে ১০-১৫ মিনিট চুপ করে বসে থাকি। কারও সঙ্গে কথা পর্যন্ত বলতে পারি না। কারণ চুল পড়ে যাওয়ার বিষয়টা সাংঘাতিক।”

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *