যকৃতের ক্যানসার তো আগেই ছিল, এর মধ্যেই নতুন অসুখের থাবা দীপিকার শরীরে! চিন্তায় শোয়েব
এন্টারটেনমেন্ট ডেস্ক: বিগত কয়েক মাস ধরে সময়টা একেবারেই ভাল যাচ্ছে না অভিনেত্রী দীপিকা কক্করের। যকৃতের ক্যানসারে আক্রান্ত হওয়ার খবর দিয়েছিলেন চলতি বছরের মে মাসে। তারপর থেকেই জীবনযুদ্ধ শুরু! মা হয়েছেন, বেশি সময় হয়নি অভিনেত্রীর। কোলে দুগ্ধপোষ্য শিশু। লড়ে গিয়েছেন ক্যানসারের সঙ্গে। অস্ত্রোপচারও হয়েছে। এরই মধ্যে নতুন অসুখ থাবা বসাল অভিনেত্রীর শরীরে।
ক্যানসারে আক্রান্ত হওয়ার পর থেকে প্রতি মুহূর্তে স্ত্রীর ছায়াসঙ্গী হয়ে রয়েছেন স্বামী শোয়েব ইব্রাহিম। অস্ত্রোপচারের পরে ১০ জুলাই থেকে শুরু হয়েছে দীপিকার ‘টার্গেটেড থেরাপি’। এই চিকিৎসার পার্শ্বপ্রতিক্রিয়া যে হবে, তা আগেই সাবধান করেছিলেন চিকিৎসক। তবে চিকিৎসা শুরু হলেও এর আগে তেমন কোনও বড় প্রতিক্রিয়া দেখা না যাওয়ায় খানিক স্বস্তি পেয়েছিলেন দীপিকা। এ বার জানা গেল, ‘মাউথ আলসার’-এ আক্রান্ত হয়েছেন তিনি।
সম্প্রতি শোয়েব একটি ভিডিয়ো ভাগ করে নিয়েছেন। সেখানে দীপিকা ও শোয়েবকে তাঁদের সন্তান রুহানের সঙ্গে সময় কাটাতে দেখা যাচ্ছে। সেখানেই শোয়েব বলেন, “আজকে চিকিৎসার দ্বিতীয় দিন। আর দীপিকার মুখে আলসার ধরা পড়েছে।” এই প্রসঙ্গে অভিনেত্রী নিজেও বলেন, “চিকিৎসক আগেই মাউথ আলসার নিয়ে আমাদের সাবধান করেছিলেন। জল বেশি করে পান করতে বলেছিলেন। এ বার থেকে সেটাই করব। আমি নিশ্চিত যে আমি খুব দ্রুত সুস্থ হয়ে যাব।”