কোলে দুগ্ধপোষ্য শিশু, ক্যানসার ধরা পড়ল দীপিকার, কোন স্টেজ?

0

এন্টারটেইনমেন্ট ডেস্ক: দু’বছর আগেই কোলে এসেছে পুত্র-সন্তান। তবে দুগ্ধপোষ্য শিশুকে বাড়িতে রেখেই হাসপাতালে রাত কাটাতে হয়েছে অভিনেত্রী দীপিকা কক্করকে। এর আগে অভিনেত্রীর যকৃতে টিউমার ধরা পড়ার কথা নিজেই জানিয়েছিলেন স্বামী শোয়েব ইব্রাহিম। তারপর থেকে কেমন আছেন দীপিকা, তার কোনও খবরই মেলেনি। অবশেষে প্রকাশ্যে এল নতুন খবর।

যকৃতের বাঁ দিকে একটি টেনিস বলের সমান টিউমার ধরা পড়েছিল দীপিকার। যত দ্রুত সম্ভব তা অস্ত্রোপচার করাতে হবে বলেই জানিয়েছিলেন চিকিৎসকেরা। এ বার জানা গেল, অভিনেত্রী ক্যানসারে আক্রান্ত। যকৃতে বাসা বেঁধেছে এই ক্যানসার।

নিজের সমাজমাধ্যমের পাতায় অভিনেত্রী নিজের জানিয়েছেন তাঁর স্বাস্থ্যের কথা। ক্যানসারের দ্বিতীয় পর্যায়ে রয়েছেন তিনি। ইনস্টাগ্রামে তিনি লেখেন, ‘আপনারা সকলেই জানেন যে গত কয়েক সপ্তাহ আমাদের জন্য বেশ কঠিন ছিল… পেটের উপরের অংশে ব্যথার জন্য হাসপাতালে যেতে হচ্ছে বার বার… এবং তারপর জানতে পারি যকৃতে টেনিস বলের আকারের টিউমার হয়েছে। এবং তার পর জানতে পারছি যে টিউমারটি দ্বিতীয় পর্যায়ের ম্যালিগন্যান্ট (ক্যানসার)… এটি আমাদের দেখা, সবচেয়ে কঠিন সময়গুলির মধ্যে একটি।’

যদিও নিজের থেকে বেশি অভিনেত্রীর চিন্তা তাঁর ছোট্ট শিশুসন্তানটিকে নিয়ে। তিনি লেখেন, ‘এই পরিস্থিতি থেকে আরও শক্তিশালী হয়ে বেরিয়ে আসারই চেষ্টা করছি। আমার পুরো পরিবার আমার পাশে আছে এবং আপনাদের সকলের ভালোবাসা এবং প্রার্থনায় আমিও এই পরিস্থিতি কাটিয়ে উঠব! আপনারা প্রার্থনা করবেন !’

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *