মায়ের মৃত্যুর এক বছরের মধ্যে বড় দুর্ঘটনা অর্জুন দত্তর পরিবারে, প্রিয়জনহারা পরিচালক শোকস্তব্ধ
কিছু দিনের মধ্যেই মুক্তি পাবে ‘ডিপ ফ্রিজ’। ছবির প্রচার নিয়ে ব্যস্ত পরিচালক অর্জুন দত্ত। অন্যান্য দিনের মতো সোমবারও ছবির প্রচারে যাওয়ার কথা ছিল তাঁর। কিন্তু ঘুম থেকেই উঠেই যে এত বড় ঘটনা ঘটে যাবে বুঝতে পারেননি। ডেকে ডেকেও সাড়া পেলেন না দাদার। হাসপাতালে নিয়ে যাওয়া হলে ঘোষণা করা হয় মৃত। দাদাকে হারিয়ে শোকস্তব্ধ পরিচালক। সব কাজ বাতিল করে দেন সঙ্গে সঙ্গে।
এক বছর আগেই মাকে হারিয়েছেন। দুই ভাইপো, দাদা-বৌদি আর বয়স্ক বাবাকে নিয়ে অর্জুনের পরিবার। সেখানে এমন অঘটন ঘটে তা ভাবতে পারছেন না। সকালে ঘুম থেকে উঠে অনেক বার দেখার পরেও দাদার ‘পাল্স’ পাচ্ছিলেন না পরিচালক। তখনই ঘাবড়ে যান। কিছু দিন আগে অস্ত্রোপচার হয়েছিল। অতিরিক্ত সুগারের জন্য চোখেও তার প্রভাব পড়েছিল। করানো হয়েছিল অস্ত্রোপচার।

উল্লেখ্য, কিছু দিন আগে পরিচালক নিজেও খুব অসুস্থ হয়ে পড়েছিলেন৷ সিঁড়ি থেকে পড়ে ঘটে অঘটন। তখন অর্জুন জানিয়েছিলেন, মায়ের অসুস্থতার সময় থেকেই তাঁর কোমরে সমস্যা। একটু বসে থাকলেই পায়ে ঝিঁঝিঁ ধরে যেত। কিন্তু তখন অত ভ্রুক্ষেপ করেননি। ওই অবস্থাতেই কাজ চালিয়ে গিয়েছিলেন। কিন্তু সমস্যা হয় পুরস্কারের মঞ্চে উঠতে গিয়ে। পা পিছলে সিঁড়ি থেকে পড়ে গিয়ে এক কাণ্ড। ব্যস, শিরদাঁড়ায় চোট। বড় অস্ত্রোপচারও হয়েছিল। তার পর খানিকটা ঠিক হতেই ছবির প্রচারে ব্যস্ত হয়ে পড়েন পরিচালক। ‘ডিপ ফ্রিজ’-এর পরে মুক্তির অপেক্ষায় তাঁর পরিচালিত ছবি ‘বিবি পায়রা’।

