২০ বছরে লিখেছিলেন গল্প, ৫ বছর পর বলিউডে স্বপ্ন সফল বঙ্গসন্তান অর্ণবের

0

এন্টারটেইনমেন্ট ডেস্ক: বয়স আট কি নয়, তখন থেকেই ছবি করার ইচ্ছেটা তাড়া করে বেরিয়েছে তাঁকে। ২০ বছর বয়সে প্রথম বলিউড ছবির কাহিনি লেখা। এর পাঁচ বছর পর অবশেষে স্বপ্ন সফল হল বঙ্গসন্তানের। তিনি অর্ণব চট্টোপাধ্যায়। তাঁর পরিচালিত ছবির নাম ‘মার্ডারবাদ’। নকুল সহদেব, কনিকা কাপুর, শরীব হাসমি, অমল গুপ্তে, মাসুদ আখতার, সালোনি বাত্রা, মনীশ চৌধুরি-সহ এক ঝাঁক তারকাকে নিয়ে ছবিটি মুক্তি পাচ্ছে আগামী ১৮ জুলাই।

অতিমারী পর্বেই চিত্রনাট্যের কাজ সেরে ফেলেছিলেন অর্ণব। আর সেটিকে বড়পর্দায় ছবির আকারে বাস্তবায়িত করতে লেগেছে পাঁচটা বছর। কেমন ছিল সেই সফর? কলকাতায় ছবির প্রচারে এসে নবাগত পরিচালক বলেন, “আমার এই মুহূর্তে ২৫ বছর বয়স। যখন ছবির গল্পটা লিখেছি, তখন বয়স ২০। স্ক্রিনপ্লে লিখেছি ২২-এ। আর গত বছর যখন ছবির শুটিং শুরু হয়, তখন বয়স ২৪। সবমিলিয়ে এটা পাঁচ বছরের জার্নি।”

কাস্টিংয়ের ক্ষেত্রেও চমক। এক ঝাঁক তাবড় তাবড় অভিনেতা-অভিনেত্রীকে নিয়েই প্রথম বলিউড পরিচালনা। অর্ণব বলেন, “মুম্বইতে থিতু হয়েছি ২০২২ সালে। এক-দেড় বছর শুধু লেগেছে মানুষজনকে চিনতে। অনেক জনের কাছেই ছবির প্রস্তাব নিয়ে গিয়েছিলাম। তাঁদের হয়তো আমার সঙ্গে মতের মিল হয়নি। তারপর অবশেষে আমি আমার মনের মতো কাস্টিং পেয়েছি। সকলেই আমার থেকে বয়সের দিক থেকে সিনিয়র। অভিজ্ঞতাও বেশি। তবুও অনেক সম্মান পেয়েছি তাঁদের থেকে। আমার কখনও মনে হয়নি যে কেউ আমাকে ছোট করছে। স্বাধীনভাবে কাজ করত পেরেছি।”

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *