ঝামেলার ইতি, মুক্তি পাবে ‘দি অ্যাকাডেমি অফ ফাইন আর্টস’, ক’টি প্রেক্ষাগৃহে দেখানো হবে এই ছবি?

0




অবশেষে সব জট কাটল মুক্তি পাচ্ছে ‘দি অ্যাকাডেমি অফ ফাইন আর্টস’। ১৪ নভেম্বর মুক্তি পাওয়ার কথা ছিল এই ছবি। ফেডারেশন, ইম্পা এবং প্রযোজনা সংস্থার দ্বন্দ্বে পিছিয়ে যায় ছবির মুক্তি। অবশেষে বুধবার ফেডারেশনের সঙ্গে প্রযোজক সংস্থার আলোচনায় সমস্যার সমাধান হয়েছে।
ফেডারেশনের তরফে আগে জানানো হয়েছিল তাদের সঙ্গে প্রতারণা করে বানানো হয়েছে এই ছবি। ‘স্টুডেন্টস ফিল্ম’-এর নামে আদ্যোপান্ত একটি বাণিজ্যিক ঘরানারা ছবি তৈরি করা হয়েছে। যদিও সেই সময় জয়ব্রতরা দাবি করেন, এই ছবি তাঁদের পকেটের টাকা দিয়ে বানানো। খরচ হয়েছে প্রায় ২৫ লক্ষ। ছবির সঙ্গে প্রমোদ ফিল্মস যুক্ত হয়েছে ২০২৩ সাল থেকে। ফেডারেশনের তরফে আপত্তি তোলা হয় সেখানেই।
এখন সব ঝামেলা মিটেছে। এ প্রসঙ্গে সহ-প্রযোজক সৌম্য বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ছবির পরিবেশক বদল করা হয়েছে। আইনক্স পিভিআরের বদলে এখন এই দায়িত্ব নিয়েছেন শতদীপ সাহা। এ ছাড়াও প্রমোদ ফিল্মসের আগের দু’টি ছবি বাবদ প্রায় ১৯ লক্ষ টাকার বকেয়া নিয়ে ফেডারেশনের যে অভিযোগ ছিল, সেটারও ৫০ শতাংশ মিটিয়ে দিয়েছেন প্রযোজক প্রতীক। বাকি টাকা দিয়ে সাহায্য করেছেন শতদীপ। যার ফলে এই ছবির পরিবেশনের দায়িত্ব দেওয়া হয় শতদীপকেই। যদিও এ প্রসঙ্গে এখনও পর্যন্ত ফেডারেশনের তরফে কিছু জানানো হয়নি।
বৃহস্পতিবার ছবির সাংবাদিক সম্মেলনে কী বললেন ছবির পরিচালক এবং পরিবেশক? পরিবেশক, শতদীপ সাহা জানিয়েছেন মোট ৩০টি প্রেক্ষাগৃহে দেখানো হবে এই ছবি। সবটাই হয়েছে শেষ মুহূর্তে। যদি প্রথম সপ্তাহে ফল ভাল হয়, তা হলে প্রদর্শনের সংখ্যা বাড়বে। পরিচালক বলেন, “ছবি মুক্তি আটকে যাওয়ার খবরে প্রথমে আমরা খুবই অসুস্থ হয়ে পড়েছিলাম। কিন্তু পরে এই ধাক্কা সামলে উঠি।” এই মুহূর্তে নন্দনে প্রদর্শিত হবে না এই ছবি, এমনটাই খবর।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed