ভিসা ৮৮ লাখ টাকা! না দিলে আমেরিকায় চাকরির কথা ভুলে যেতে হবে, ঘোষণা ট্রাম্পের
স্পোর্টস ডেস্ক: মার্কিন মুলুকে কাজ করতে যাওয়ার দিন যেন শেষ হতে চলল! ঘটনার জল যেদিকে গড়াচ্ছে, ঠিক তাই ঘটতে চলেছে। আমেরিকায় আইটি সেক্টরে চাকরি যে কোনও ভারতীয়র কাছেই যা ছিল এতদিন স্বপ্ন, এখন তাই হতে চলেছে দুঃস্বপ্নের মতো। সৌজন্যে একজনই, তিনি ডোনাল্ড ট্রাম্প। কারণ আমেরিকায় থাকতে হলে এবার থেকে H-1B ভিসাধারীদের একলক্ষ মার্কিন ডলার ফি দিতে হবে। ভারতীয় মুদ্রায় যা প্রায় ৮৮ লক্ষ টাকা। এতদিন ওই ভিসা পেতে খরচ পড়ত ২১৫ মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় যা ১৮ হাজার ৯৩৯ টাকা। ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট জানিয়েছেন, এবার থেকে আমেরিকায় আসা বিদেশি কর্মচারীদের আনা কোম্পানিগুলিকে বার্ষিক ১ লাখ ডলার দিতে হবে। তার যুক্তিও দিয়েছে হোয়াইট হাউজ।এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যাতে শুধু সবচেয়ে দক্ষ কর্মীরাই যেন যুক্তরাষ্ট্রে আসতে পারে।
যাতে তারা আমেরিকায় নিজেদের জায়গা পরিপক্ক করতে পারে। মার্কিন বাণিজ্য সচিব হাওয়ার্ড লুটনিক বলেছেন, ‘এক লক্ষ ডলার লাগবে এক বছরের H-1B ভিসা পেতে গেলে। সমস্ত বড় সংস্থাই বোর্ডে রয়েছে। আমরা তাদের সঙ্গে কথা বলে নিয়েছি।’ ফলে, ফি না দিলে, রবিবারের পর থেকে আর কেউ এইচ-ওয়ানবি ভিসা নিয়ে আমেরিকায় প্রবেশ করতে পারবেন না। এমনকি যাঁরা বর্তমানে এই ভিসায় রয়েছেন, তাঁদের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য। নতুন ভিসা, এক্সটেনশন, সব কিছুর জন্যই বছরে এই একলক্ষ ডলার ফি দিতে হবে। ট্রাম্পের নির্দেশে আলাদা করে কোনও দেশের নাম উল্লেখ করা হয়নি।
যে কোনও দেশের দক্ষ কর্মচারীর ক্ষেত্রেই এই নির্দেশ প্রযোজ্য হবে। হোয়াইট হাউসের মতে, এই নতুন বিধিনিষেধ যুক্তরাষ্ট্রের কর্মীদের সুরক্ষিত রাখতে এবং নিশ্চিত করতে নেওয়া হয়েছে যাতে কোম্পানিগুলো কেবল তখনই বিদেশি দক্ষ পেশাদারদের আনে, যখন সত্যিই প্রয়োজন হয়। পরিসংখ্যান বলছে, গত বছর আমেরিকায় এইচ-১বি ভিসা থেকে সবচেয়ে বেশি সুবিধা পেয়েছেন ভারতের কর্মীরা। ভারত থেকে ৭১ শতাংশ আবেদন মঞ্জুর হয়েছে। ২০২০ থেকে ২০২৩ সালের মধ্যে ভারতীয় নাগরিকদের জন্য ২,৩২,৯৭৪টি H-1B অনুমোদন প্রদান করা হয়েছে। ফলে, এমন ঘোষণায় রীতিমতো মাথায় হাত প্রবাসী ভারতীয়দের কাছে। কর্মসংস্থানে যে এর প্রভাব পড়বেই, তা বলার অপেক্ষা রাখে না। ফলে, আমেরিকায় কাজ করতে গিয়ে ট্রাম্পের এই ঘোষণায় ঘুম ছুটতে চলেছে।
