গ্যালরিতে ‘ভাষা’ আন্দোলন! মরোক্কান ম্যাজিক ডুরান্ডের শেষ আটে ইস্টবেঙ্গল

0


 
ম্যাচে নামলেন, গোল করলেন, ম্যাচ জেতালেন। মশাল জ্বালিয়ে দিলেন মরোক্কান স্ট্রাইকার হামিদ আহদাদ। ডুরান্ড কাপে যুবভারতীতে নামধারী স্পোর্টস অ্যাকাডেমিকে ১-০ গোলে হারিয়ে ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল ইস্টবেঙ্গল। গোলসংখ্যা আরও বাড়তেই পারত। প্রথম ম্যাচে সাউথ ইউনাইটেড এফসিকে ৫-০ হারানোর পর দ্বিতীয় ম্যাচেও জয় পেল লাল হলুদ ব্রিগেড। এদিন ম্যাচে হ্যাটট্রিক করতে পারতেন ইস্টবেঙ্গলের ব্রাজিলিয়ান তারকা মিগুয়েল ফেরেইরা দামাস্কেনো।

কিন্তু অল্পের জন্য গোল পাননি তিনি।২১ মিনিটে ইস্টবেঙ্গলের হয়ে অভিষেক হওয়া ব্রাজিলিয়ানের শট পোস্টে লেগে ফিরে আসে। পরের মিনিটেই হেড পোস্টে লেগে ফেরে। ৪২ মিনিটে হেড বারে লেগে ফিরে আসে আবার। দ্বিতীয়ার্ধে মরক্কোর স্ট্রাইকার হামিদ আহাদাদকে মাঠে নামান ইস্টবেঙ্গলের প্রধান কোচ অস্কার ব্রুজোঁ। ৬১ মিনিটে মাঠে নামার পর ৬৮ মিনিটে গোল করেন মরক্কোর স্ট্রাইকার। কর্নার থেকে ভেসে আসা বাঁ পায়ের ডেলিভারি থেকে হেড করে যান হামিদ৷ এদিন ঘুরিয়ে ফিরিয়ে ছয় বিদেশিকেই পরোখ করে নিলেন স্প্যানিশ কোচ।শেষদিকে মার্তান্ডের বদলে নেমেছিলেন আর্জেন্তাইন ডিফেন্ডার কেভিন সিবিলেও৷ এবারের বিদেশিদের প্রথমবার খেলা দেখে গোটা মরশুমে ভাল কিছুর আশা করতেই পারেন লাল হলুদ সমর্থকরা। এদিন হামিদের এই এক গোলেই তিন পয়েন্ট নিশ্চিত হয়ে যায় ইস্টবেঙ্গলের।

তাতে নিশ্চিত হয়েছে ডুরান্ডের শেষ আটও।আগামী ১০ অগাস্ট ইন্ডিয়ান এয়ার ফোর্সের বিরুদ্ধে গ্রুপের শেষ ম্যাচ খেলতে নামবে ইস্টবেঙ্গল। যদিও ম্যাচ নয়, তারচেয়ে এদিন বেশি নজর কেড়েছে যুবভারতীতে লাল হলুদ গ্যালারিতে ঝোলানো অভিনব টিফো।  বাংলা ভাষার বিরুদ্ধে বর্তমান সময়ে যে নির্মম অত্যাচার চলছে তা নিয়ে গ্যালারিতে প্রতিবাদী ভাবমূর্তি দেখা যায় লাল হলুদের তরফে। বাংলা ভাষা বিতর্কে সরব হয়ে লাল হলুদ সমর্থকেরা লিখলেন, ‘ভারত স্বাধীন করতে সেদিন পরেছিলাম ফাঁসি!মায়ের ভাষা বলছি বলে, আজকে বাংলাদেশি ?’ ফুটবল মাঠে এই নজির আগেও দেখা গিয়েছিল, এবার ফের গর্জে উঠতে দেখা গেল লাল হলুদ সমর্থকদের।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *