ডার্বিতে প্রস্তুত কল্যাণী স্টেডিয়াম, বৃষ্টিভেজা মাঠের প্রভাব পড়বে কি দু’দলের খেলায়!

১৯ জুলাই ডার্বি হয়নি। একসপ্তাহ পর সব দিক দিয়ে গুছিয়েই নেমেছে আইএফএ। কল্যাণীতে প্রস্তুতি সাড়া। তৈরি মোহনবাগান-ইস্টবেঙ্গল দু’দলই। ডার্বিতে মহিলা দর্শক টানতে অভিনব উদ্যোগ নিয়েছে আইএফএ। শনিবার বড় ম্যাচের টিকিটে বিশেষ ছাড় পাবেন মহিলারা। কলকাতা ডার্বিকে কেন্দ্র করে নতুন ভাবে সেজে উঠছে কল্যাণী। স্টেডিয়াম চত্বরে সমর্থকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে নেওয়া হয়েছে একাধিক ব্যবস্থা। দু’দলের সমর্থকদের জন্য দুটি ভিন্ন দিকে ঢোকার গেট করা হয়েছে। গেটের বাইরে এবং স্টেডিয়ামের অন্যান্য অংশ জুড়ে ৩৬টি সিসিটিভি লাগানো হয়েছে। সমর্থকদের জন্য গ্যালারির পাশে মোট তিনটি অস্থায়ী মেডিক্যাল সেন্টার থাকছে। থাকছে ফুড স্টল, জলের কাউন্টার।
মোহনবাগান কিংবা ইস্টবেঙ্গল, দুই প্রধানের কেউই লিগে এখন তাঁদের প্রথম দল নামায় না। তবু এটা সমর্থকদের কাছে আবেগের ম্যাচ, সম্মানের লড়াই। আর এই মরশুমে এই প্রথমবার মুখোমুখি হচ্ছে দু’প্রধান, তাই আগ্রহও তুঙ্গে। শনিবার চলতি মরশুমের প্রথম ডার্বির আগে ইস্টবেঙ্গল অবশ্য পিছিয়ে৷পয়েন্ট টেবিলে মোহনবাগান যেখানে তিন নম্বরে, সেখানে আট নম্বরে ইস্টবেঙ্গল।তবু এই ডার্বিতে দলের খামতি ঢেকে ঘুরে দাঁড়াতে বদ্ধপরিকর বিনো জর্জ। স্ট্রাইকার সমস্যা মেটাতে সিনিয়র দল থেকে ডেকে নেওয়া হয়েছে এডমুন্ড লালরিনডিকা এবং ডেভিড লালহ্লানসাঙ্গাকে৷ চোট সারিয়ে ফিট হয়ে উঠেছেন জেসিন টিকে-ও৷বৃষ্টির ভ্রূকুটি চিন্তা বাড়াচ্ছে ৷ বিনো জর্জ জানালেন, কল্যাণীতে বৃষ্টি ভেজা মাঠ ভালো খেলার অন্তরায় ৷ তাঁর দল পাসিং ফুটবল খেলতে ভালোবাসে ৷ কিন্তু কল্যাণীর মাঠ যদি নিম্নচাপের বৃষ্টিতে খারাপ হয়ে থাকে তার প্রভাব দু’দলের খেলাতেই পরবে বলে মনে করেন লাল হলুদ কোচ৷অন্যদিকে, মরসুমের প্রথম ম্যাচে পুলিশ এসি-র কাছে ০-১ ব্যবধানে হারের পর মোহনবাগান সুপার জায়ান্ট ঘুরে দাঁড়িয়েছে। কালীঘাট স্পোর্টস লাভার্স ও রেলওয়ে এফসিকে হারিয়ে জয় পেয়েছে তারা। এরপর জর্জ টেলিগ্রাফের বিরুদ্ধে গোলশূন্য ড্র হলেও, শেষ ম্যাচে কালীঘাট এমএসকে ২-১ ব্যবধানে হারিয়ে তারা বর্তমানে ১০ পয়েন্ট নিয়ে গ্রুপ ‘এ’তে তৃতীয় স্থানে রয়েছে। মোহনবাগানের জার্সিতেও সিনিয়র দলের কয়েকজনকে দেখা যেতে পারে। কিয়ান নাসিরি, সুহেল ভাট, দীপেন্দু বিশ্বাস, গ্লেন মার্টিন্স ও অভিষেক সূর্যবংশীর নাম লিগের দলে নথিভুক্ত করিয়েছে সবুজ মেরুন।