লাল হলুদ সমর্থকদের সুখবর, আরও ২ বছর ইস্টবেঙ্গলেই পিভি বিষ্ণু

0




আরও দুই বছরের জন্য ইস্টবেঙ্গলেই থাকছেন পিভি বিষ্ণু। ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, ২০২৭-২৮ মরশুম পর্যন্ত লাল হলুদ জার্সিতে দেখা যাবে প্রতিভাবান ফুটবলারকে। গত মরশুমে আইএসএলে চার গোল করে ইস্টবেঙ্গলের যুগ্ম সর্বোচ্চ গোলদাতা ছিলেন ২৩ বছর বয়সি ফুটবলার। ২০২৩ সালের মাঝামাঝি সময়ে ময়দানের এই প্রধানে তিন বছরের চুক্তিতে যোগ দিয়েছিলেন বিষ্ণু। সে সময় থেকেই তিনি দলের গুরুত্বপূর্ণ অঙ্গ। গত দুই মরশুমে আইএসএল ও অন্যান্য টুর্নামেন্ট মোট ৫৫ ম্যাচ খেলেছেন। ২০২৪ সালের ডিসেম্বরে তার ধারাবাহিক পারফরম্যান্স তাকে আইএসএল উদীয়মান খেলোয়াড়ের পুরষ্কার এনে দিয়েছে। বিষ্ণু রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লীগ (আরএফডিএল) ২০২৪-তেও অসাধারণ প্রভাব ফেলেছিলেন। ২৩ বছর বয়সী এই খেলোয়াড় আইএসএলে (৩৩ সেকেন্ড) ইস্টবেঙ্গলের দ্রুততম গোল করার রেকর্ডটিও করে ফেলেছেন। এই কৃতিত্ব তিনি ২০২৩-২৪ আইএসএলে ওড়িশা এফসির বিপক্ষে অ্যাওয়ে লেগের ম্যাচে অর্জন করেছিলেন। ইমামি ইস্টবেঙ্গল এফসির কোচ অস্কার ব্রুজো বলেন, ‘বিষ্ণু ক্লাবের জন্য একটি গুরুত্বপূর্ণ সম্পদ হয়ে উঠেছেন, তাই তার মেয়াদ বৃদ্ধি আমাদের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার ছিল। তার অসীম সম্ভাবনা, নির্ভীক ড্রিবলিং দক্ষতা এবং ম্যাচ জয়ী প্রভাব রয়েছে। যদি সে এত দ্রুত গতিতে কঠোর পরিশ্রম এবং বিকাশ অব্যাহত রাখে, তাহলে সে দেশের সেরা উইঙ্গারদের একজন হতে পারে।’ চুক্তিবৃদ্ধিতে বিষ্ণু নিজেও খুশি। বলছেন, ‘ইস্টবেঙ্গল আমাকে আরও ভালো প্লেয়ার হয়ে উঠতে সাহায্য করেছে, পাশে ছিল। তার জন্য ম্যানেজমেন্ট ও সমর্থকদের কাছে কৃতজ্ঞ। তারা সব সময় আমার উপর ভরসা রেখেছেন। আমি আজ যে জায়গায়, তা ইস্টবেঙ্গলের জন্যই হয়েছি। ইস্টবেঙ্গলকে সাফল্য এনে দিতে আমি বদ্ধপরিকর।’ ইস্টবেঙ্গলের হেড অব ফুটবল থাংবোই সিংটো বলেন, ‘বিষ্ণুর পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে তাঁর এই চুক্তি বৃদ্ধি কার্যকর হল। বিষ্ণুর মধ্যে ধারাবাহিকতা, উন্নতির আকাঙ্ক্ষা, পেশাদারিত্ব এবং নম্রতা সহ একাধিক গুণ রয়েছে। এই ক্লাবে প্রথম দিন থেকেই সে নিজেকে প্রমাণ করেছে। আমি তার জন্য শুভকামনা জানাই।’

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *