লিগে শীর্ষে উঠেই সুপার সিক্সে ইস্টবেঙ্গল, মোহনবাগানের রাস্তা এখনও বেশ কঠিন
স্পোর্টস ডেস্ক: জমজমাট লড়াই চলছে কলকাতা লিগে। শীর্ষস্থানের লড়াইয়ে জোর টক্কর চলছে ইস্টবেঙ্গল বনাম পুলিশের।নৈহাটির বঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামে কালীঘাট মিল সংঘকে ৩-১ গোলে শুক্রবার হারিয়ে দিয়েছে লাল হলুদ ব্রিগেড। তাতে শীর্ষস্থান ফিরে পেয়েছে ইস্টবেঙ্গল। গ্রুপ এ’তে ১১ ম্যাচে ৭ জয়ে ২৩ পয়েন্ট নিয়ে শীর্ষে লাল হলুদ। অন্যদিকে পুলিশ দ্বিতীয় স্থানে রইল ২১ পয়েন্ট নিয়ে। তবে গোলপার্থক্যে অনেকটাই এগিয়ে ইস্টবেঙ্গল।এই ম্যাচেই চলতি কলকাতা ফুটবল লিগে গ্রুপ পর্যায়ের খেলা শেষ করল ইস্টবেঙ্গল।
শীর্ষে থেকেই পৌঁছেছে সুপার সিক্সেও। বিনো জর্জের ছেলেরা ২ ম্যাচ করে ড্র করেছে ও হেরেছে।এই গ্রুপেই মোহনবাগান ৯ ম্যাচ খেলে ১৪ পয়েন্ট নিয়ে রয়েছে ৬ নম্বরে। সবকটা ম্যাচ জিতলে তৃতীয় স্থানে শেষ করতে পারে।ইস্টবেঙ্গলের হয়ে এদিন গোল করলেন ডেভিড লালহ্লানসাঙ্গা, ভানলালপেকা গুইতে, শ্যামল বেসরা৷ পেনাল্টি থেকে কালীঘাট এমএসের গোল দেবদত্তর৷
গ্রুপ পর্বের শেষ ম্যাচে কোনও রকম ঝুঁকি নিতে চাননি ইস্টবেঙ্গল কোচ। সেই কারণেই সিনিয়র দলের একঝাঁক খেলোয়াড়কে রেখেই প্রথম একাদশ সাজিয়েছিলেন। ম্যাচের ২৫ মিনিটে পিভি বিষ্ণুর পাস থেকে প্রথম গোল করে দলকে এগিয়ে দেন ডেভিড৷ ১-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় ইস্টবেঙ্গল।দ্বিতীয়ার্ধে ৫২ মিনিটে বাঁদিক থেকে ডেভিডের সেন্টার ধরে পরিবর্ত গুইতেই দলের দ্বিতীয় গোলটি করেন৷৭১ মিনিটে পেনাল্টি থেকে কালীঘাট এমএস ব্যবধান কমালে ম্যাচ যেন জমে ওঠে। ৮৫ থেকে ৮৬ মিনিটের মধ্যে পরপর সুযোগ পায় কালীঘাট। তবে ৮৭ মিনিটে উদ্বেগ কমে লাল হলুদের। দিনের সেরা গোলটি করে সব উদ্বেগের অবসান ঘটান শ্যামল বেসরা। এরপর আর খেলায় ফিরতে পারেনি কালীঘাট। তিন পয়েন্ট নিশ্চিত করেই মাঠ ছাড়েন বিনো জর্জের ছেলেরা।ইস্টবেঙ্গল সুপার সিক্সে গেলেও, শেষ পর্যন্ত মোহনবাগান ছাড়পত্র পাবে কিনা, তাই এখন দেখার।