শিল্ডের ফাইনালে ইস্টবেঙ্গল, নামধারীকে অনায়াসে হারিয়ে কলকাতা ডার্বির অপেক্ষা

0



সহজ জয়। তাতেই আইএফএ শিল্ডের ফাইনালে পৌঁছে গেল লাল হলুদ ব্রিগেড। মঙ্গলবার কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে নামধারী স্পোর্টস অ্যাকাডেমিকে ২-০ গোলে হারাল অস্কার ব্রুজোঁর ইস্টবেঙ্গল। এদিন লাল হলুদ ব্রিগেডের হয়ে গোল করলেন মহম্মদ বাসিম রশিদ ও পিভি বিষ্ণু। আগের ম্যাচে শ্রীনিধি ডেকানকে হারানোয় এই ম্যাচে ড্র করলেই যথেষ্ট ছিল অস্কার ব্রুজোর দলের জন্য। আই লিগের ক্লাব হলেও নামধারী এফসিকে হাল্কা ভাবে নিতে নারাজ ছিল ইস্টবেঙ্গল। অস্কার বলেছিলেন, যে কোনও সময় বিপদ হয়ে যেতে পারে। তাই ফুটবলারদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছিলেন তিনি। ম্যাচে একাধিক ফুটবলার বদল করলেও, জয়ের উদ্দেশ্যেই খেলতে শুরু করে ইস্টবেঙ্গল। ১৯ মিনিটে ইস্টবেঙ্গলকে এগিয়ে দেন রশিদ।  সলের ক্রস থেকে কার্যত ফাঁকা গোলে হেড করতে পারেননি মিগুয়েল। ফিরতি বলে জোরালো শট নেন প্যালেস্তানীয় মিডফিল্ডার। নামধারীর এক ডিফেন্ডারের গায়ে লাগে তা জালে জড়িয়ে যায়। ম্যাচের ৪১ মিনিটে দ্বিতীয় গোল করলেন পিভি বিষ্ণু। বক্সের মধ্যে বিষ্ণুকে বলটা একেবারে সাজিয়ে দিয়েছিলেন ডেভিড লালনসাঙ্গা। বিষ্ণু ডানদিক থেকে বেশ খানিকটা ড্রিফট করে আসেন। অবশেষে বটম লেফট কর্নার দিয়ে কার্যত বিদ্যুৎগতিতে তাঁর শট বিপক্ষের জালে জড়িয়ে যায়। আশা করা হয়েছিল, ম্যাচের দ্বিতীয়ার্ধে ইস্টবেঙ্গল হয়ত ব্যবধান বাড়াতে পারবে। একাধিক সুযোগ এলেও তা আর গোলে রূপান্তরিত হয়নি।
শনিবার আইএফএ শিল্ড ফাইনাল। মোহনবাগান সুপার জায়ান্ট এবং ইউনাইটেড এসসি-র মধ্য়ে কোন দলের বিরুদ্ধে ইস্টবেঙ্গলকে খেলতে হবে সেটাই আপাতত দেখার। এদিকে ৩০-তম খেতাব জয়ের লক্ষ্যে লাল হলুদ ব্রিগেড। এই নিয়ে ৪১ বার আইএফএ শিল্ডের ফাইনালে পৌঁছে গেল ইস্টবেঙ্গল। রেজিস্ট্রেশন না হওয়ায় এদিন না খেললেও, ইস্টবেঙ্গলের ম্যাচ দেখতে কিশোরভারতী স্টেডিয়ামে উপস্থিত লাল হলুদের নয়া বিদেশি জাপানের ফুটবলার হিরোসি ইবুসুকি। আইটিসি না আসায় রেজিস্ট্রেশন করানো যায়নি হিরোশির। ফাইনালের আগে তা হয় কিনা, তাই দেখার।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *