পুজোর আগেই লাল হলুদে খুশির খবর! গতবারের লিগ চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল, ঘোষণা আইএফএ’র

0

এন্টারটেইনমেন্ট ডেস্ক: এ বারের কলকাতা লিগ চ্যাম্পিয়ন হওয়ার পথেই ইস্টবেঙ্গল। তবে মহালয়ার আগেই যেন পুজোর বোনাস পেয়ে গেল লাল হলুদ। ইস্টবেঙ্গলকে গত মরশুমের কলকাতা লিগ চ্যাম্পিয়ন ঘোষণা করল আইএফএ। যা এতদিন ঝুলে ছিল। ফলে, সব ঠিক থাকলে পুজোর আগেই জোড়া লিগ জয়ের আনন্দে ভাসতে চলেছে এ বার লাল হলুদ সমর্থকরা। সোমবার নিজেদের ঘরের মাঠে লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে ইউনাইটেড স্পোর্টসের বিরুদ্ধে নামবে লাল-হলুদ ব্রিগেড।

জিতলেই চলতি মরশুমে কলকাতা লিগ চ্যাম্পিয়ন হবে ইস্টবেঙ্গল। শুক্রবার হাইকোর্টে শুনানিতে বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্য জানিয়ে দেন, ডায়মন্ড হারবার ক্লাবের আবেদনে যে অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল, তা বাতিল করা হল। যার ফলে ইস্টবেঙ্গলকে গত মরশুমের কলকাতা লিগ চ্যাম্পিয়ন ঘোষণা করতে আরও কোনওরকমের বাধা আর ছিল না। ডায়মন্ড হারবার ক্লাব অভিযোগ করেছিল, ইস্টবেঙ্গলকে অন্যায়ভাবে গত মরশুমে কলকাতা লিগ চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছে। আলিপুর জেলা আদালত প্রথমে ডায়মন্ড হারবারের পক্ষে রায় দেয়। জানিয়ে দেওয়া হয়, ইস্টবেঙ্গলকে চ্যাম্পিয়ন ঘোষণা করা যাবে না। এই রায়ের বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ হয় আইএফএ। এতদিন মামলা চলছিল। গত বছরের সিএফএলে পয়েন্টের বিচারে এগিয়ে ছিল ইস্টবেঙ্গল। সেই কারণে ইস্টবেঙ্গলকেই চ্যাম্পিয়ন ঘোষণা করে আইএফএ। প্রসঙ্গত, গত মরশুমে ইস্টবেঙ্গল ম্যাচ পিছনোর অনুরোধ জানায় ডায়মন্ড হারবার ক্লাব।

ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, একটানা কলকাতা ফুটবল লিগ, আই লিগ টু এবং রিলায়েন্স ফাউন্ডেশন লিগ খেলতে হচ্ছে তাঁদের। কিন্তু ডায়মন্ডের কথা মেনে সূচি বদল করেনি আইএফএ। এরপর ম্যাচে দল নামায়নি ডায়মন্ডও। ইস্টবেঙ্গল সেই ম্যাচে মাঠে হাজির ছিল। নিয়মমতো তিরিশ মিনিট অপেক্ষা করার পর ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়। ফলে, ওয়াকওভার দেওয়ায় ৪৭ পয়েন্টে শেষ করে ইস্টবেঙ্গল। যার ফলে লাল হলুদকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়। এর বিরুদ্ধেই আদালতে গিয়েছিল ডায়মন্ড হারবার। কোন দল জয়ী, তা মীমাংসা হল শেষপর্যন্ত আদালতেই। শুক্রবার রায় ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যেই চ্যাম্পিয়ন দলের নাম হিসেবে ইস্টবেঙ্গলের নাম জানিয়ে দিল আইএফএ।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed