সদ্য মাতৃহারা পাঠচক্রের অর্ণবই সেরা, লিগে হেরে ডার্বির আগে চাপে ইস্টবেঙ্গল

0



সুরুচি সংঘের কাছে ১-১ ড্র। এরপর কাস্টমসের বিরুদ্ধে ২ গোলে পিছিয়ে পড়েও ২-২ ড্র। আর এবার পাঠচক্রের কাছে হেরেই বসল ইস্টবেঙ্গল। সবে মরশুমের শুরু। তাতেই কলকাতা লিগে ইস্টবেঙ্গলের পারফরম্যান্সের গ্রাফ নিম্নমুখী লাল হলুদের। শেষ মুহূর্তের গোলে মামণি পাঠচক্রের কাছে ১-০ ব্যবধানে হারল বিনো জর্জের দল। পাঠচক্রের হয়ে গোল করেন ডেভিড মতলা। অথচ গতবার গ্রুপপর্ব, সুপার সিক্স মিলিয়ে একটা ম্যাচেও হারের মুখে দেখেনি ইস্টবেঙ্গল।
রবিবারই মা’কে হারিয়ে খেলতে নেমেছিলেন পাঠচক্রের গোলকিপার অর্ণব দাস। কাছাগলায় করে এসে ব্যারাকপুর স্টেডিয়ামে জার্সি পরে মঙ্গলবার দলকে বাঁচাতে নেমে পড়েছিলেন। অনবদ্য গোলকিপিংই উপহার দিলেন অর্ণব। তাঁর কাছেই বারবার আটকে গেল ইস্টবেঙ্গলের আক্রমণ। এই লিগে এখনও পর্যন্ত অপরাজেয় পাঠচক্র। ফলে পাঠচক্র পয়েন্ট তালিকায় প্রথম স্থান বজায় রাখল।
ম্যাচের প্রথমার্ধে কোনও দলই গোল করতে পারেনি। দ্বিতীয়ার্ধে শুরুতে দুই দলকেই আক্রমনাত্মক ফুটবল খেলতে দেখা যায় । ম্যাচের শেষের দিকে পাঠচক্র ৮৭ মিনিটে গোল করে এগিয়ে যায়। লাল-হলুদ বাহিনী প্রথম ম্যাচ জয়ের মুখ দেখলেও বাকি তিনটি ম্যাচের একটিতেও জয় পায়নি। তালিকায় অষ্টম স্থানে রয়েছে ইস্টবেঙ্গল। আগামী শনিবার রয়েছে সিএফএল ডার্বি। তার আগে এই পারফরম্যান্স, কতটা প্রভাব পড়বে তারই আশঙ্কায় লাল হলুদ সমর্থকরা। কারণ, পাঠচক্রের বিরুদ্ধে খেলায় কোনও তালমিলই যেন ছিল না লাল হলুদ ফুটবলারদের। তারওপর গোলের করার লোকের অভাব ছিল স্পষ্ট।
এদিকে দলবদলের বাজারে আরও এক ফুটবলারকে সই করাল ইস্টবেঙ্গল। সম্প্রতি বিপিন সিং ও এডমুন্ড লালরিনডিকার চুক্তির কথা ঘোষণা করেছে লাল হলুদ। এবার এফসি গোয়ার সাইড ব্যাক জয় গুপ্তকে সই করাল ইস্টবেঙ্গল। গোয়ার ক্লাবের তরফে জানানো হয়েছে, রেকর্ড চুক্তিতে লাল–হলুদ জার্সি গায়ে চাপাতে চলেছেন জাতীয় দলে খেলা সাইড ব্যাক। জানা গেছে প্রায় দেড় কোটি টাকার বিনিময়ে লালহলুদ শিবিরে আসছেন জয়। এর পাশাপাশি জানা গেছে, আর্জেন্টিনার ২৬ বছর বয়সি ডিফেন্ডার কেভিন সিবিয়েও ইস্টবেঙ্গলে নিশ্চিত।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *