পুলিশি নিরাপত্তায় মাঠ ছাড়লেন রেফারি, জয় পেলেও মন ভরাতে ব্যর্থ ইস্টবেঙ্গল
স্পোর্টস ডেস্ক: জয় এল কিন্তু মন ভরাতে পারল না লাল হলুদ সমর্থকদের। পুলিশের কাছে আটকে যাওয়ার পর, কালীঘাট স্পোর্টস লাভার্সের বিরুদ্ধে নৈহাটির বঙ্কিমাঞ্জলী স্টেডিয়ামে কোনওরকমে জয় পেল লাল হলুদ ব্রিগেড। ১-০ গোলে এই জয়ে একমাত্র গোলদাতা ভানলালপেখা গুইতে। এই ম্যাচে কোচ বিনো জর্জ ভরসা রেখেছিলেন মূল দলের অভিজ্ঞ সদস্যদের উপর। চোট ও কার্ড সমস্যার কারণে মনতোষ মাঝি, মনতোষ চাকলাদার, জেসিন টিকেরা, ডেভিড ও প্রভাত লাকড়া ছিলেন মাঠের বাইরে।
ফলে প্রথম একাদশে সুযোগ পান দেবজিৎ মজুমদার, সৌভিক চক্রবর্তী এবং এডমুন্ড লালরিনডিকা। তবে খেলায় তেমন ঝাঁজ লক্ষ্য করা যায়নি লাল হলুদের। মাঝমাঠের ভুল বোঝাবুঝিতে সেভাবে আক্রমণ দানা বাঁধেনি। প্রথমার্ধে একাধিক গোলের সুযোগ পেলেও তা একেবারেই কাজে লাগেনি। ফলে, গোলশূন্যভাবেই শেষ হয় প্রথমার্ধ। দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার চেষ্টা করে লাল হলুদ। ৫৪ মিনিটে এডমুন্ডের পাস থেকে গুইতের দুর্দান্ত ফিনিশে এগিয়ে যায় ইস্টবেঙ্গল। গোটা ম্যাচে এই একটাই গোল ফারাক গড়ে দিল। এরমধ্যেই আবার খেলায় উত্তেজনা তৈরি হয় ম্যাচের সংযুক্তি সময়ে নিশ্চিত পেনাল্টি থেকে কালীঘাট স্পোর্টস লাভার্স বঞ্চিত হলে।
বক্সের মধ্যে সূরজ মণ্ডলকে ফাউল করলেও রেফারি ইস্টবেঙ্গলের বিরুদ্ধে পেনাল্টি দেননি। প্রতিবাদ জানায় কালীঘাট। ফুটবলাররা পেনাল্টির দাবিতে ঘিরে ধরে রেফারিকে। এরপর পুলিশের নিরাপত্তায় মাঠ ছাড়তে হয় রেফারিকে। ন্যায্য পেনাল্টি থেকে বঞ্চিত হয়ে কালীঘাট স্পোর্টস লাভার্স আইএফএ’র কাছে এই নিয়ে অভিযোগও জানাবে বলে জানিয়েছেন কর্তারা। তবে শেষপর্যন্ত জয় পেয়ে স্বস্তিতে লাল হলুদ শিবির। লিগে চার থেকে তিন নম্বরে উঠে এল লাল-হলুদ৷ আট ম্যাচে চার জয়, দুই ড্র এবং দুই হার নিয়ে তাঁদের পয়েন্ট ১৪৷৬ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে মোহনবাগান রয়েছে লিগ তালিকায় পঞ্চম স্থানে।