শিল্ডের প্রথম ম্যাচেই বিশাল জয় ইস্টবেঙ্গলের, অভিষেকেই গোল জয় গুপ্তার

0




পুজোর আগেই কলকাতা লিগ ঢুকেছে ইস্টবেঙ্গলে। পুজোর পর লক্ষ্য আইএফএ শিল্ড। সবচেয়ে বেশি ২৯ বারের শিল্ড চ্যাম্পিয়ন দল ইস্টবেঙ্গল, এ বারেও চ্যাম্পিয়নের মতোই যাত্রা শুরু করল।বুধবার কল্যাণীতে শিল্ডের প্রথম ম্যাচে ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ ছিল শ্রীনিধি ডেকান এফসি। তাতে একপেশে ম্যাচে ৪-০ গোলে বড় জয় এল লাল হলুদে। স্বস্তি পেল সমর্থকরাও। দুই অর্ধে এদিন দু’টি করে গোল করলেন লাল-হলুদ ফুটবলাররা৷ গোল দিয়ে ইস্টবেঙ্গল জার্সিতে আত্মপ্রকাশ করলেন জয় গুপ্তা। বাকি গোলগুলি করেন সল ক্রেসপো, হামিদ আহদাদ, জিকসন সিং। অনবদ্য খেলেই প্রথম ম্যাচে বড় ব্যবধানে জিতে শিল্ডে যাত্রা শুরু করল লাল হলুদ শিবির।


২১ মিনিটে শ্রীনিধিকে প্রথম ধাক্কা দেন জয় গুপ্তা। প্রথম ফ্রিকিক পায় লাল হলুদ। মিগুয়েলের শট গোলকিপার বাঁচান ও সেটা আসে জয় গুপ্তার কাছে, তিনি গোল করতে ভুল করেননি। ৩৮ মিনিটে দ্বিতীয় গোল করেন সল ক্রেসপো। হেডে গোল করেন তিনি। ২-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় ইস্টবেঙ্গল। ৪৮ মিনিটে হামিদ আহদাদের গোলে ৩-০ গোলে এগিয়ে যায় ইস্টবেঙ্গল। বিপিন সিংয়ের ক্রস থেকে মাথা ছুঁইয়ে গোল করেন হামিদ। ইস্টবেঙ্গল। ৫২ মিনিটে ইস্টবেঙ্গলের হয়ে আরও ব্যবধান বাড়িয়ে গোল করেন জিকসন সিং। কর্নার কিক থেকে দুরন্ত হেডে গোল করেন তিনি। এরপর গোলের সুযোগ এলেও ইস্টবেঙ্গল গোল করতে পারেনি। এদিন কল্যাণীতে ম্যাচ হলেও মাঠ ভরান সমর্থকরা।

টুর্নামেন্ট শুরুর আগেই শ্রীনিধি জানিয়ে দিয়েছিল, তরুণ ব্রিগেডকে তারা সুযোগ দেবেন। সাধ্যমত চেষ্টা করে গিয়েছেন তাঁরা। তবে তা ইস্টবেঙ্গলের মতো দলের বিরুদ্ধে যথেষ্ট ছিল না।  এদিন ডাগআউটে বসা ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজো বলেন, ‘দলের ফুটবলে আমি খুশি ভালো খেলেছে দল।।তবে আমাদের টার্গেট থাকবে ট্রফি ঘরে তোলা।’ ইস্টবেঙ্গল আগামী ১৪ অক্টোবর নামধারী এফসির বিরুদ্ধে তাঁদের পরের ম্যাচে খেলতে নামবে। মোহনবাগান নামবে ৯ অক্টোবর গোকুলাম কেরালা এফসির বিরুদ্ধে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *