চিনের সেরা ক্লাবের বিরুদ্ধে হার লাল হলুদ মেয়েদের, পরের রাউন্ডে যাওয়া কি সত্যিই কঠিন?

এএফসি চ্যাম্পিয়ন্স লিগের মূলপর্বে দুর্দান্ত শুরুটা করেছিল ইস্টবেঙ্গলের মেয়েরা। ইরানের ঘরোয়া লিগে ১১ বারের চ্যাম্পিয়ন বাম খাতুন এফসিকে একপ্রকার উড়িয়েই দিয়েছিল। এরপর থেকেই তাদের প্রতি আশা বাড়ে। তবে দ্বিতীয় ম্যাচে হতাশাই উপহার দিলেন লাল হলুদের মেয়েরা। গতবারের চ্যাম্পিয়ন চিনের উহান জিয়াংদা এফসি-র কাছে ২-০ হেরে গেল ইস্টবেঙ্গল। চিনা দলের হয়ে জোড়া গোল করেন ওয়াং শুয়াং।অথচ গ্রুপ ম্যাচে উহান জিয়াংদার বিরুদ্ধে ড্র করলেই শেষ আটে জায়গা পাকা হত অ্যান্থনি অ্যান্ড্রজের দলের।

উহান জিয়াংদা প্রথম ম্যাচে নাসাফের সঙ্গে ড্র করায় জয়ের প্রয়োজন ছিল। তাই আক্রমণাত্মকভাবেই খেলাটা শুরু করে প্রতিপক্ষ। প্রতি আক্রমণেও অবশ্য গোলের সুযোগ তৈরি করেছিল লাল হলুদের মেয়েরা। কিন্তু কাজে লাগেনি। ম্যাচের ৮ মিনিটে ওয়াং শুয়াং গোল করে এগিয়ে দেন উহানকে। ১৭ মিনিটে পেনাল্টি থেকে উহানের দ্বিতীয় গোল আসে। গোল করেন সেই ওয়াং শুয়াংই।যদিও গোটা ম্যাচে অসাধারণ লড়াই করলেন ইস্টবেঙ্গলের গোলকিপার এলাংবাম পানথোই চানু।

ইস্টবেঙ্গল এই ম্যাচ হেরে গেলেও শেষ আটে যাওয়ার আশা শেষ হয়ে যাচ্ছে না। রবিবার গ্রুপের শেষ ম্যাচে উজবেকিস্তানের পিএফসি নাসাফের মুখোমুখি হবেন সৌম্যারা। সেই ম্যাচে তাঁরা বড় ব্যবধানে হেরে না গেলেই কোয়ার্টার ফাইনালে যাওয়ার দরজা খুলতেই পারে। ইরানের ফুটবল ক্লাব বাম খাতুন এফসি কে ৩-১ গোলে হারিয়েছিল ইস্টবেঙ্গল। সেই ম্যাচ থেকে লাল হলুদ ব্রিগেড ৩ পয়েন্ট সংগ্রহ করেছিল। ফলে যদি আগামী ম্যাচটা ড্র করতে পারে তাহলেই পরের রাউন্ডে পৌঁছে যাবে।ইরানের ক্লাবকে হারানো এরপর উহানের বিরুদ্ধে লড়াইয়ে আত্মবিশ্বাসী লাল হলুদের মেয়েরা। যদিও অত্যন্ত শক্তিশালী দল উজবেকিস্তানের ক্লাবও। তবে প্রথমবার মূল পর্বে জায়গা করে নেওয়া মেয়েরা এত সহজে হাল ছাড়তে নারাজ।
