বছর শুরুতেও দাপট লাল হলুদের মহিলা ব্রিগেডের, নীতা এফএ-কে ৫ গোলের মালা
ইস্টবেঙ্গলের মেয়েদের হাতেই যেন অশ্বমেধের ঘোড়া। বছর শেষে যেমন ছুটেছে, তেমনই ছুটতে শুরু করল বছর শুরুতেও। ইন্ডিয়ান ওমেন্স লিগে মশাল শুধু জ্বলছেই না, রীতিমতো দাপট দেখাচ্ছে। সেসা ফুটবল অ্যাকাডেমিকে ৯ গোলে ওড়ানোর পর, এবার নীতা ফুটবল অ্যাকাডেমিকে ৫-০ গোলে পরাস্ত করল তারা। ইস্টবেঙ্গলের হয়ে গোলগুলি করেন সুলাঞ্জনা রাউল, সৌম্যা গুগুলথ, রেস্টি নানজিরি, ফাজিলা ইকবাপুট, লিও নাওরেম। এই নিয়ে টানা চারটে ম্যাচে জয় পেল ইস্টবেঙ্গলের মেয়েরা। ৪ ম্যাচে ৪ জয়ে ১২ পয়েন্ট নিয়ে আপাতত লিগ শীর্ষে গতবারের চ্যাম্পিয়ন লাল হলুদই। এই নিয়ে ৪ ম্যাচে ১৭ গোল করল লাল হলুদের মেয়েরা। বিপক্ষে হজম করেছে মাত্র ১ গোল।

এ দিন ম্যাচের শুরু থেকেই দাপট দেখাতে থাকে লাল হলুদের মেয়েরা। গোলও পেয়ে যায় শুরুর দিকে। মাত্র ৫ মিনিটের মধ্যেই এগিয়ে যায় তারা। ফাজিলা ইকয়াপুটের বাড়ানো দুর্দান্ত পাস থেকে গোল করেন সুলঞ্জনা রাউল। শুরুতেই গোল পেয়ে যাওয়ায় আত্মবিশ্বাসী ইস্টবেঙ্গলকে আর আটকাতে পারেনি নীতা এফএ। ম্যাচের ৪২ মিনিটে ব্যবধান বাড়ান সৌম্যা। সেই ফাজিলার থ্রু থেকেই প্লেসিং করে গোল করেন সৌম্যা। প্রথমার্ধে ২ গোলে এগিয়েই বিরতিতে যায় ইস্টবেঙ্গল।

দ্বিতীয়ার্ধে আরও যেন আক্রমণের ঝাঁঝ বাড়ে ইস্টবেঙ্গলের মেয়েদের। ৫১ মিনিটে বিপক্ষের সরিতার দুর্বল শট ক্লিয়ার করতে গিয়ে ভুল করে বসেন, বল চলে যায় রেস্টির পায়ে। সেখান থেকেই দূরপাল্লার শটে গোল করে যান রেস্টি নানজিরি। চতুর্থ গোলটি নিজের নামেই করেন ফাজিলা। ৬৩ মিনিটে নীতা এফএ-র ডিফেন্সের ভুলে চতুর্থ গোলটি করেন তিনি। আর ম্যাচের শেষ গোলটা একেবারে শেষলগ্নে। দলের হয়ে পঞ্চম গোলটি করেন নাওরেম। এরপরই বাঁশি বাজতেই সেলিব্রেশনে মাতেন লাল হলুদের মেয়েরা।
